![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lakshmi Puja 2021 : লক্ষ্মী পুজোর দিন এই নিয়মগুলি মেনে চললে সংসারে আসতে পারে সমৃদ্ধি
কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও আবার মূর্তি এনে পুজো হয়। তবে পুজো যেভাবেই হোক না কেন, লক্ষ্মীপুজোর দিন এই নিয়মগুলি মেনে চলুন।
![Lakshmi Puja 2021 : লক্ষ্মী পুজোর দিন এই নিয়মগুলি মেনে চললে সংসারে আসতে পারে সমৃদ্ধি Lakshmi Puja 2021 Do These 5 Things During Kojagari Lakshmi Puja To Get Good Luck and Wealth Lakshmi Puja 2021 : লক্ষ্মী পুজোর দিন এই নিয়মগুলি মেনে চললে সংসারে আসতে পারে সমৃদ্ধি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/18/7572efc5d6720ae9702a31aac862144d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আগামী সপ্তাহেই লক্ষ্মীপুজো। সুখ-শান্তি-সমৃদ্ধির দেবী শ্রীলক্ষ্মী। শ্রীবিষ্ণুর স্ত্রী। তাঁকে অচঞ্চল রাখতে কোজাগরী পূর্ণিমা তিথিতে বন্দনা করা হয়। সারা দেশে দীপাবলির বিকেলে দীপান্বিতা লক্ষ্মীর পুজো বেশি প্রচলিত হলেও বাংলার ঘরে ঘরে পুজো হয়কোজাগরী লক্ষ্মীর । কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও আবার মূর্তি এনে পুজো হয়। তবে পুজো যেভাবেই হোক না কেন, লক্ষ্মীপুজোর দিন এই নিয়মগুলি মেনে চলুন।
- আমিষ পদ এড়িয়ে চলুন
-মঙ্গলঘট পরিষ্কার জল দিয়ে ভরুন।
- ঘটের উপর নারকেল রাখতে হবে।
-ঘট লাল কাপড়ে মুড়ে রাখুন, লাল সুতো দিয়ে বেঁধে রাখুন।
- ঘটে আঁকুন স্বস্তিক চিহ্ন। এই চিহ্ন সমৃদ্ধির প্রতীক।
-ঘটের জলের মধ্যে চাল ও মুদ্রা রাখুন।
- মা লক্ষ্মী পুজোর সঙ্গে একই সঙ্গে নারায়ণও পুজো করুন।
-এই দিন লক্ষ্মী হিসেবে কল্পনা করে ছোট কোনও মেয়েকে তাঁর পছন্দের পাঁচরকম জিনিস উপহার দিন।
- বিশ্বাস করা হয়, লক্ষ্মীপুজোর দিন গঙ্গাস্নানে পুণ্যলাভ হয়।
- লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পড়া আর মা লক্ষ্মী ১০৮ নাম স্মরণ করা আবশ্যক।
- লক্ষ্মীপুজোয় দান-ধ্যানে পুণ্যার্জন হয়।
- বাড়ির সদর দরজায় মায়ের পদ চিহ্ন আঁকা শুভ মনে করা হয়।
- দেবীর মূর্তি বা পটের সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করুন। সেই কড়ি সযত্নে তুলে রাখুন আলমারিতে।
আরও পড়ুন
লক্ষ্মীপুজোর ভোগেই হোক কিংবা অতিথি আপ্যায়ণে, গোকূল পিঠে মাস্ট !
লক্ষ্মীপুজোয় এই ভুলগুলি কোনওমতেই করা যাবে না।
- লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল দিয়ে পুজো করা যাবে না। সাদা রঙ ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে।
- মনে করা হয়, শ্রীলক্ষ্মীর পূজনে অসন্তুষ্ট হন শ্রীলক্ষ্মী। কথিত আছে, তুলসির সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ হয়। শালগ্রাম গ্রাম শিলা নারায়ণের প্রতিভূ। যেহেতু শ্রীলক্ষ্মীও বিষ্ণুপত্নী, তাই এই পুজোয় তুলসির ব্যবহার চলে না।
- মা লক্ষ্মীর পুজোয় সাদা ফুল যেমন ব্যবহার করা যায় না, তেমনই আসনে সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই। ব্যবহার করা যেতে পারে লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড়। বিশ্বাস, মা লক্ষ্মী এতে অত্যন্ত সন্তুষ্ট হন।
- লক্ষ্মী পুজোয় তোলা চাল থেকে অন্য কাউকে চাল দিতে নেই।
- পুজোর পর মন্দির বা ঠাকুর ঘরের দক্ষিণমুখে প্রসাদ অর্পণ করার কথা বলে থাকেন অনেকে। লক্ষ্মীপুজোর প্রসাদে না বলতে নেই। অল্প হলেও মুখে তুলতে হয়।
- ঢাক - ঢোল- কাঁসর ঘণ্টা লক্ষ্মীপুজোয় বাজানো যাবে না। অত্যধিক শব্দ পছন্দ করেন না শ্রীলক্ষ্মী। সব পুজোতেই বাদ্যি বাজানো হয়। কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কাঁসর ঘণ্টা বাজালে দেবীর অসন্তুষ্ট হন বলে মনে করা হয়।
- লক্ষ্মীপুজো করার সময় কোনওভাবেই কালো পোশাক পরা যাবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)