Liver Problem: কালচে প্রস্রাব, মাঝেমধ্যেই ফুলে যাচ্ছে হাত-পা, কোন রোগের লক্ষণ?
Liver Health: লিভারের কোনও অসুখ বা সমস্যা দেখা দিলে প্রস্রাবের রং গাঢ় হলুদ অথবা কালচে হতে পারে।
Liver Problem: অনেক সময়েই দেখা যায় আমাদের প্রস্রাবের রং একেবারেই কালচে (Drak Urine) বা গাঢ় হলুদ হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ জল না খেলে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। একে বলে ডিহাইড্রেশন (Dehydration)। এই ডিহাইড্রেশনের ফলে প্রস্রাবের রং গাঢ় কিংবা কালচে হতে পারে। তবে এটাই একমাত্র কারণ নয়। আপনার লিভার (Liver Function Problem) ঠিকভাবে কাজ না করলে, লিভারের কোনও অসুখ বা সমস্যা দেখা দিলে প্রস্রাবের রং গাঢ় হলুদ অথবা কালচে হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শরীরে জমে যাওয়া বর্জ্য পদার্থ সঠিক ভাবে শরীর থেকে বের করতে সক্ষম নেই আপনার লিভার। তাই এমন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এর পাশাপাশি অনেক সময় দেখা যায় আমাদের হাতের তালু এবং পায়ের পাতা আচমকাই ফুলে যাচ্ছে। লিভার সঠিক ভাবে কাজ না করলে ফ্লুইড বা তরল জমতে পারে আপনার শরীরে। তার জেরেই ফুলে যেতে পারে হাতে তালু এবং পায়ের পাতা। লিভারের অসুখ হলে আচমকাই হাত-পা ফুলে যাওয়ার উপসর্গ দেখা দেবে আপনার শরীরে। তাই এমন লক্ষণ দেখলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। অবিলম্বে আপনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন যে লিভার সঠিক ভাবে কাজ করতে পারছে কিনা।
আরও কয়েকটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন লিভারের সমস্যা হয়েছে, সেগুলি কী কী, দেখে নিন
- খিদে কমে গেলে, খাবার দেখলে খেতে অনীহা লাগলে তা লিভারের সমস্যার কারণে হতে পারে।
- আচমকা ওজন কমতে শুরু করলেও সতর্ক হওয়া জরুরি। এই উপসর্গপ লিভারের সমস্যার কারণে দেখা দিতে পারে।
- লিভার ঠিকমতো কাজ না করলে আপনার প্রায় সারাক্ষণ ক্লান্ত, অবসন্ন, ঝিমানো, দুর্বল লাগবে নিজেকে।
- লিভারের সমস্যা দেখা দিলে হঠাৎ হঠাৎ মাথা যন্ত্রণার সমস্যা, ত্বকে র্যাশ-অ্যালার্জি, কালচে হয়ে যাওয়া এইসব লক্ষণ দেখা দিতে পারে।
- লিভার ঠিকমতো কাজ না করলে শরীর থেকে দূষিত পদার্থ দূর হয় না। তার ফলে সারাক্ষণ একটা গা-গোলানো, বমি ভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে কিছু খেলেই এই সমস্যা বাড়তে পারে।
আরও পড়ুন- মিল্ক চকোলেটের বদলে ডার্ক চকোলেট খেলে কমতে পারে ডায়াবেটিসের ঝুঁকি? কী বলছে রিপোর্ট
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )