Hair Care: চুলে স্ট্রেটনার, ড্রায়ার ব্যবহার করেন মাঝেমধ্যেই? কোন বিপদের বার্তা দিলেন চিকিৎসকরা?
Healthy Hair Tips: চুলের ক্ষেত্রে অতিরিক্ত তাপ চুল ভঙ্গুর এবং ক্ষতিগ্রস্ত চুল হতে পারে। স্ট্রেটনার, কার্লিং আয়রন এবং ব্লো ড্রায়ারের মতো গরম সরঞ্জামগুলির ব্যবহার কমিয়ে দিন।
নয়া দিল্লি: রোজকারের জীবনযাত্রায় চুলের যত্ন নেওয়া দুষ্কর হয়ে পড়ে। অথচ বর্ষায় চট করে স্নান সেরে বাইরে বেরতে হলে ড্রায়ার কিংবা স্ট্রেটনারই ভরসা থাকে। কিন্তু স্বাস্থ্যকর চুল রাখতে হলে এই পদ্ধতি ব্যবহার করতে বারণ করছেন চিকিৎসকরা। ঝটপট চুল শুকিয়ে নিতে চাইলে হেয়ার ড্রায়ার ব্যবহারের বিকল্প নেই। কিন্তু উপকারী এই অনুষঙ্গটি ব্যবহারের অনেক খারাপ দিকও রয়েছে।
চুলের ক্ষেত্রে অতিরিক্ত তাপ চুল ভঙ্গুর এবং ক্ষতিগ্রস্ত চুল হতে পারে। স্ট্রেটনার, কার্লিং আয়রন এবং ব্লো ড্রায়ারের মতো গরম সরঞ্জামগুলির ব্যবহার কমিয়ে দিন। যখন প্রয়োজন হয়, স্টাইল করার আগে একটি তাপ রক্ষাকারী স্প্রে প্রয়োগ করুন এবং সম্ভাব্য সর্বনিম্ন তাপ সেটিং ব্যবহার করুন। ড্রায়ার ব্যবহার না করে ফ্যানের বাতাসে চুল শুকাতে চেষ্টা করুন। নিতান্তই যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করতেই হয় একটু দূর থেকে ব্যবহার করুন।
হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহার চুলকে এত বেশি শুকিয়ে দেয় যে চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব চলে যায়। চুল একদম শুকনো আর প্রাণহীন হয়ে যায়। হেয়ার ড্রায়ার চুল থেকে স্বাভাবিক ময়েশচারকে টেনে নেয়, ফলে চুল ভাঙতে থাকে।
আরও পড়ুন, এই খাবার পাতে থাকলে কমবে মৃত্যু হার! দীর্ঘায়ু হওয়ার রেসিপি এবার হাতের মুঠোয়
হেয়ার ড্রায়ারের আরও একটি মারাত্মক ক্ষতিকারক দিক হল এর মাধ্যমে চুলের সঙ্গে সঙ্গে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়। এর মাত্রারিক্ত তাপ ব্রেনের কোষগুলিকে সরাসরি আঘাত করে। একটি মাত্রা পর্যন্ত কোষগুলি তাপ সহ্য করতে পারে। বেশি তাপ পেলে কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়েও যেতে পারে। কাজ করা বন্ধ করে দিতে পারে। এছাড়া এর ফলে চোখেরও ক্ষতি হয়।
হেয়ার ড্রায়ার যদি ব্যবহার করতেই হয় তাহলে সতর্ক হয়ে ব্যবহার করুন। যতটা পারেন কম ব্যবহার করে প্রাকৃতিক ভাবে চুল শুকোনোর চেষ্টা করুন।
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।