Thunderstrom Safety Tips: বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হলে যে কাজগুলো একেবারেই করবেন না
মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার (Thunderstrom) মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কী করা উচিত আর কী করা উচিত নয়, সেগুলো জেনে রাখা খুবই জরুরি। নাহলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ।
কলকাতা: কালবৈশাখীর সময় এসে গিয়েছে। যেকোনও সময় নেমে আসতে পারে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি। আর তারসঙ্গে পাল্লা দিয়ে বজ্রবিদ্যুতের (Thunderstrom) ঘটনাও ঘটতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে অত্যন্ত সাবধানে থাকা দরকার। মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় কী করা উচিত আর কী করা উচিত নয়, সেগুলো জেনে রাখা খুবই জরুরি। নাহলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ।
ঝড়-বৃষ্টি হলে, বাজ পড়লে যে কাজগুলো একেবারেই করা উচিত নয়-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখন ঝড়-বৃষ্টি হয় কিংবা বজ্রপাত হয়, তখন বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই সময়ে একেবারেই স্নান করা উচিত নয়। কোনও কারণে বিদ্যুতের তার জলের মধ্যে পড়ে গেলে বিপদ ঘটে যেতে পারে।
২. এই সময়ে যতটা সম্ভব নিরাপদ জায়গায় থাকা প্রয়োজন। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হলে কংক্রিটের নিচে না বসাই ভালো। যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। কোনও রকম সানশেডের নিচে বসা একেবারেই নিরাপদ নয়।
৩. এই সময়ে বাড়ির ল্যান্ডফোন ব্যবহার করা নিরাপদ নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই সময়ে ল্যান্ডলাইনের পরিবর্তে মোবাইল ব্যবহার অনেক নিরাপদ।
৪. প্রবল মাত্রায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলে কখনও খোলা জায়গায় দাঁড়াবেন না। মাঠের মধ্যে কিংবা বাড়ির ছাদে থাকা এই সময়ে বিপদের। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
৫. অনেকেই এই সময়ে গাছের নিচে আশ্রয় নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এই সময় গাছের নিচে আশ্রয় নেওয়া একেবারেই নিরাপদ নয়। যেকোনও মুহূর্তে গাছের ডাল ভেঙে পড়ে বিপদ ঘটতে পারে। অথবা গাছে বাজ পড়লে তা থেকেও বড় বিপদ ঘটে যেতে পারে।
আরও পড়ুন - Summer Tips: বার-বার স্নান করেও গরম কমছে না? স্নানের সঠিক পদ্ধতি জানা আছে?
৬. এই সময়ে নতুন হোক কিংবা পুরনো, ধাতব হোক কিংবা কাচের, জানলার ধারে থাকলে বিপদের সম্ভাবনা থাকে।
৭. বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সময়ে বাড়ির সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্রের প্লাগ খুলে দিন। কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, টিভি বন্ধ করে প্লাগ খুলে দিন। নাহলে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে।
৮. বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সময় কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে নানা ভ্রান্ত ধারণা রয়েছে। এই সময় স্নান করার মতোই বাসন মাজা কিংবা সাবান কাচার মতো কাজ করাও সঠিক নয়।
৯. মিক্সার গ্রাইন্ডার, ব্লো ড্রায়ার হোক কিংবা ছোট কোনও ইলেকট্রনিক্স জিনিস, কোনও কিছুই এই সময়ে চালু রাখা সঠিক নয়।
১০. যদি ওয়াশিং মেশিন ব্যবহার করার সময় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা সঠিক নয়। সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ রাখুন। আর নিরাপদ জায়গায় থাকুন।