West Bengal Covid Variant : রাজ্যে কোভিডের নতুন সাব-ভ্যারিয়েন্টের হদিশ, কতটা চিন্তার ?
Covid Variant JN1 : বাংলায় খোঁজ মিলল কোভিডের নতুন উপপ্রজাতি জেএন.১ আক্রান্ত ২ জনের। নতুন করে ২৪ জনের মধ্যে এর হদিশ পাওয়া গিয়েছে দিল্লিতে।
কলকাতা : কোভিড ( Covid 19 ) নিয়ে নয়া আতঙ্কের মাঝেই রাজ্যে কোভিডের নতুন সাব-ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেল। খবর রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে । বাংলায় খোঁজ মিলল কোভিডের নতুন উপপ্রজাতি জেএন.১ আক্রান্ত ২ জনের।
সম্প্রতি রাজ্যের ২৬ জন কোভিড আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কল্যাণীতে পাঠানো হয় । তাঁদের মধ্যে ২ জনের নমুনায় কোভিডের নতুন সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, খবর সূত্রের । তবে তা নিয়ে এই মুহূর্তে মুখ খুলতে চায়নি রাজ্যের স্বাস্থ্য দফতর। ২ জানুয়ারি আরও ৫০টি নমুনা জিনোম সিকোয়েন্সির জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে, এখনও রিপোর্ট আসেনি।
ভারতে এক দিনে নতুন৬০৫ টি কোভিড -19 কেস ধরা পড়েছে। এখন দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রবিবার জানিয়েছে, 5 ডিসেম্বর পর্যন্ত দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লক্ষণীয় হারে কমে গিয়েছিল, কিন্তু এখন কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির ফলে সংখ্যাটা আবার বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন,শীতকাল চলায় কোভিডের সংক্রমণ বেড়ে চলেছে।
বাংলার পাশাপাশি, রাজধানী দিল্লিতে বেড়ে চলেছে COVID-19 এর উপ প্রজাতি JN.1-এর সংক্রমণ। নতুন করে ২৪ জনের মধ্যে এর হদিশ পাওয়া গিয়েছে। এর মধ্যে তিনজন রোগী দিল্লির বাইরে থেকে আসা। তবে সকলেই সংক্রমণ থেকে সেরে উঠেছে বলে সরকারি সূত্রে খবর।
দেখা গিয়েছ JN.1 দ্বারা আক্রান্ত রোগীদের হালকা উপসর্গ থাকছে। তাই চিকিৎসকদের পরামর্শ এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। JN.1 সাব-ভেরিয়েন্টে আক্রান্ত প্রথম রোগী একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু কয়েক দিনের মধ্যে সেরে উঠেছে। বাকি রোগীরাও সুস্থ হয়ে উঠেছেন। বেশিরভাগ রোগী হোম আইসোলেশনে সুস্থ হয়ে উঠেছেন বলে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। গত বছরের ডিসেম্বরে দিল্লিতে প্রথম COVID-19 এর সাব-ভেরিয়েন্ট JN.1 ধরা পড়েছিল।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )