Entertainment News: ২২ বছর বাদে এক রাজনৈতিক বন্দি সমাজজীবনে ফিরলে, তার কাছে সময়ের আয়নায় কী ধরা পড়ে?
ABP Ananda Live: ২২ বছর বাদে এক রাজনৈতিক বন্দি সমাজজীবনে ফিরলে, তার কাছে সময়ের আয়নায় কী ধরা পড়ে? সমাজ কেমনভাবে গ্রহণ করে তাঁকে? কেমন ভাবে গ্রহণ করে তাঁর পরিবার? রাজনৈতিক আবহ কিসের ইঙ্গিত দেয়, উন্নতি, নাকি অবক্ষয়ের? ক্ষমতার দম্ভ কোন পরিণতির পথে এগোয়? ২০০২ সালে ব্রাত্য বসু তাঁর লেখা উইঙ্কল টুইঙ্কল নাটকটিতে এই বিষয়গুলোই তুলে ধরেছিলেন। দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায়
বহুল প্রশংসিত সেই নাটকে সব্যসাচীর ভূমিকায়। অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার। তাঁর ছেলে ইন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত। সেই নাটক অবলম্বনেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি উইঙ্কল টুইঙ্কল-এ প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋত্ত্বিক চক্রবর্তী। ছবির শ্যুটিংয়ে নাট্যমঞ্চ এবং সিনেমার কলাকুশলীরা একজোট হয়ে আড্ডা দিলেন জমিয়ে। সঙ্গে পেটপুজোও হল। অ্যাম...খাওয়াদাওয়া, শ্যুটিংয়ের ভিস মন্তাজ।






















