আর টক্সিক ডেটিং নয় ! সহজ, মন ভালো রাখার সঙ্গী খুঁজছে জেন জেড-এর তরুণ তরুণী
Dating will be Easy in 2024: ডেটিংয়ের চক্করে পড়ে হাজার একটা চিন্তা ? আর পোষাচ্ছে না তরুণ প্রজন্মের। এবার তাই পাল্টে যেতে পারে ডেটিংয়ের রকমসকম।
Dating Trend : ডেটিংয়ের সঙ্গে প্রায়ই জড়িয়ে থাকে ‘কী হবে কী হবে’ ভাব। প্রথম নিজের ভালোলাগার মানুষটির সঙ্গে দেখা হতে চলেছে। সেই ডেটিং পার্টনার কতদিন জীবনে থাকবে, সেই নিয়েও চিন্তা থাকে। উত্তেজনা, আনন্দ কাজ করে দুই-ই। তবে সব ডেটিং (Dating) তো আর মনমতো হয় না। ডেট পার্টনার দীর্ঘদিনের সঙ্গী নাও হতে পারে। কিন্তু এবার ডেটিংয়ের সংজ্ঞাও পাল্টাতে চলেছে! সম্প্রতি এক সমীক্ষা তেমনটাই বলছে। জেন জেড প্রজন্মকে নিয়ে ওই সমীক্ষা করেছে কোয়াককোয়াক ডেটিং অ্যাপ (QuackQuack dating site)।
কী বলছে সমীক্ষার তথ্য?
সমীক্ষা অনুযায়ী, ৩৩ শতাংশ জেন জেড ডেটাররা (Gen Z dater) মনে করেন আগামী দিনে ডেটিং আরও সহজ ও কম ‘টক্সিক’ (toxic relationship) হতে চলেছে। ১৫ হাজার ছেলেমেয়ের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। ভারতের টিয়ার ১,২ ও ৩ শহরের মধ্যে এই সমীক্ষা করেছে ডেটিং অ্যাপটি। ১৫ হাজার ছেলেমেয়ের প্রত্যেকের বয়স ছিল ১৮ থেকে ২৬ সালের মধ্যে। সমীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ তরুণ-তরুণীই হয় পড়ুয়া নয় কর্মরত।
ডেটিং অ্যাপের (Dating app) মতামত
কোয়াককোয়াক ডেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও সিইও রবি মিত্তল সংবাদমাধ্যমকে বলেন, তাঁদের অ্যাপ ইউজারদের অধিকাংশই জেন জেড প্রজন্মের ছেলেমেয়ে। শুধু এটুকুই নয়, এই প্রজন্মের তরুণ তরুণীরা অন্যদের থেকে ট্রেন্ড ভাল বুঝতে পারেন। ফলে এমনটাই আগামী দিনে হতে চলেছে বলে মনে করছেন তিনিও। ১৮ থেকে ২৬ বছর বয়সের তরুণ তরুণীরা বর্তমানে মানসিক স্বাস্থ্যকেও বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রেম বা রোম্যান্স নয়, নিজের ভালো থাকাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে একবিংশ শতাব্দীতে। ডেটিংয়েও তেমন সঙ্গীকেই গুরুত্ব দিচ্ছেন বেশিরভাগ জেন জেড ডেটার।
মন ভালো রাখতেই হবে
প্রেম করব কেন? সে তো আদতে নিজের ভালো থাকার জন্যই ! ঠিক এই কথাটাই গুরুত্ব পাচ্ছে জেন জেড ডেটারদের কাছে। সমীক্ষায় ৪৬ শতাংশ তরুণ তরুণী জানাচ্ছেন মানসিক স্বাস্থ্য সবার আগে। এদের প্রত্যেকেরই বয়স ২০ বছরের বেশি।
মন খুলে কথা বলা
শুধুই রোম্যান্টিক রিলেশনশিপে কমছে আগ্রহ। সমীক্ষা অনুযায়ী, ২০ থেকে ২৬ বছর বয়সিদের মধ্যে অধিকাংশই খুঁজছেন একজন পাশে থাকার মতো সঙ্গী। ডেটিং পার্টনার বলতে যে বিপদে সঙ্গ দেবে। উৎসাহ দেবে কাজে। যাকে অনেক গোপন কথাও মন খুলে বলা যাবে। আবার দুজন দুজনকে দরকার মতো স্পেসও দেবে।
তথ্যসূত্র - আইএএনএস লাইফ