Triglyceride: দেশের এক তৃতীয়াংশ শিশুরই ট্রাইগ্লিসারাইড হাই? ভয়ঙ্কর আশঙ্কা সরকারি রিপোর্টে
রিপোর্টে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে, ভারতের ৫-৯ বছর বয়সী বাচ্চাদের এক তৃতীয়াংশ শিশুদের মধ্যে উচ্চ ট্রাইগ্লিসারাইড থাকতে পারে।

কোল্টেস্টেরোল হাই, ট্রাইগ্লিসারাইড হাই... এই সমস্যাগুলি শুনলেই মনে হয়, বয়স্কদের সমস্যা। কিন্তু না। ভারতের তরুণ প্রজন্মের সিংহভাগ ভুগতে পারে হাই ট্রাইগ্লিসারাইডে। সমীক্ষা করে আশঙ্কাপ্রকাশ করেছে সরকারি প্রতিবেদন। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, উচ্চ ট্রাইগ্লিসারাইড এখন শুধু আর প্রাপ্তবয়স্কদের সমস্যা নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে ক্রমেই বাড়ছে এই অসুখের প্রবণতা। Ministry of Statistics and Programme Implementation(Mospi) থেকে প্রকাশিত একটি রিপোর্টে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে, ভারতের ৫-৯ বছর বয়সী বাচ্চাদের এক তৃতীয়াংশ শিশুদের মধ্যে উচ্চ ট্রাইগ্লিসারাইড থাকতে পারে।
Mospi-র রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে ৬৭% এরও বেশি, সিকিমে ৬৪%, নাগাল্যান্ডে ৫৫%, অসমে ৫৭% এবং জম্মু ও কাশ্মীরে ৫০% শিশুর উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড রয়েছে বলে অনুমান করা হয়েছে। অন্যদিকে, অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় কেরল। সেখানে হয়ত ১৬.৬% এর মতো শিশুর ট্রাইগ্লিসারাইড হাই। মহারাষ্ট্রে এই হারটা ১৯.১%।
ট্রাইগ্লিসারাইড কী ? এগুলো হলো এক ধরণের চর্বি বা ফ্যাট বা লিপিড। এটি সবার শরীরে স্বাভাবিক মাত্রায় থাকা দরকার। মানুষ যে ক্যালোরি ইনটেক করে, তা ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়, যা শক্তি হিসেবে ব্যবহৃত হয়। শিশুদের জন্য ট্রাইগ্লিসারাইডের স্বাভাবিক মাত্রা ১০ বছরের কম বয়সীদের জন্য ৭৫ মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে এবং ১০-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ৯০ মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে থাকা দরকার। ১০ বছরের কম বয়সী শিশুদের যদি এই মাত্রা ১০০ মিলিগ্রাম/ডেসিলিটার বা তার বেশি হয়ে যায়,তা চিন্তার কারণ। আবার ১০-১৯ বছর বয়সীদের মধ্যে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা ১৩০ মিলিগ্রাম/ডেসিলিটার বা তার বেশি হয়, তাহলে তা চিন্তার কারণ। উচ্চ ট্রাইগ্লিসারাইডের সমস্যা বয়স্কদেরই বেশি। তবে গবেষকরা মনে করছেন, শিশুদের মধ্যে উচ্চ ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ক্রমবর্ধমান, যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। আর এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ে সতর্ক না হলে শিশুকালেই ধরে যেতে পারে হৃদরোগ, স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং বিপাকীয় ব্যাধির ঝুঁকি বাড়ায়।






















