Instagram: ইনস্টাগ্রামে সবথেকে বেশি রোজগার করা ১০০জনের মধ্যে মাত্র দুজন ভারতীয়, কারা তাঁরা?
সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১০০জনের নাম দেওয়া হয়েছে। তালিকাটি মূলত ইনস্টাগ্রামে সবথেকে বেশি টাকা রোজগার করা ব্যক্তিদের নামের। আর সেই তালিকায় নাম রয়েছে মাত্র দুজন ভারতীয়র।
কলকাতা: সাধারণ মানুষ থেকে তারকারা প্রায় সকলেই ব্যবহার করেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে তাঁদের ফলোয়ার্সের সংখ্যাও নজরকাড়া। নিজেদের ছবি পোস্টের সঙ্গে সঙ্গে সেখানে তাঁরা একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনও করে থাকেন। সম্প্রতি একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১০০জনের নাম দেওয়া হয়েছে। তালিকাটি মূলত ইনস্টাগ্রামে (Instagram) সবথেকে বেশি টাকা রোজগার করা ব্যক্তিদের নামের। আর সেই তালিকায় নাম রয়েছে মাত্র দুজন ভারতীয়র। জানেন তাঁরা কারা? কোন দুজনের নাম রয়েছে সেই তালিকায়?
ইনস্টাগ্রামে সবথেকে বেশি টাকা রোজগার করা দুই ভারতীয়-
এদিন যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম রয়েছে ১০০ জনের। ইনস্টাগ্রামে সবথেকে বেশি টাকা রোজগার করা ব্যক্তিদের নামের তালিকা সেটি। এই তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যাঁর ফলোয়ার্সের সংথ্যা ৪৪২,২৬৭,৫৭৫। প্রতি পোস্টে তিনি রোজগার করেন ২৩ লক্ষ ৯৭ হাজার ডলার। এই তালিকায় নাম রয়েছে কেইলি জেনার, লিওনেল মেসি, সেলেনা গোমেজ, ডোয়েন জনসনের। ইনস্টাগ্রামে সবথেকে বেশি টাকা রোজগার করা ব্যক্তিদের নামের তালিকায় ১৪ নম্বরে রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) নাম। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ২০০,৭০৩,১৬৯জন। ১১ লক্ষ ৪২ হাজার ডলার তিনি রোজগার করেন পোস্ট পিছু। এই তালিকাতেই ২৭ নম্বরে নাম রয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৭৭,৯৮৫,১৫৭। আর ৪ লক্ষ ২৩ হাজার ডলার তিনি রোজগার করেন পোস্ট পিছু।
আরও পড়ুন - Richa Ali Weddings: বিয়ের নানা অনুষ্ঠান শুরু, মেহেন্দির ছবি পোস্ট রিচা চাড্ডার
প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউড তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে উর্বশী রাউতেলার (Urvashi Rautela Instagram)। তিনি হেলায় পিছনে ফেলেছেন দিশা পাটানি, কৃতী শ্যানন, সলমন খান, হৃত্বিক রোশন, কিয়ারা আডবাণী, কার্তিক আরিয়ান, রণবীর সিংহদের। উর্বশীর পরের স্থানেই রয়েছে দিশা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৫৩.৬ মিলিয়ন। ৫৬ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে দিশাকে টপকে গিয়েছেন উর্বশী। বর্তমানে বলিউডের কণিষ্ঠতম সুপাস্টার উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। নানা কারণে তিনি খবরের শিরোনামে থাকেন। কখনও ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে। কখনও আবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় একমাত্র ভারতীয় বিচারক হয়ে। দেশে বিদেশের নানা ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। আন্তর্জাতিক স্তরেও রয়েছে তাঁর খ্যাতি। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতা তিনি জিতেছেন। বলিউডেও তিনি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু তা একেবারেই হাতে গোনা। আর এবার কৃতী শ্যানন, রশ্মিকা মন্দান্না এবং আরও অনেক তারকাকে পিছনে ফেললেন উর্বশী।