Ovarian Cancer: মহিলাদের এই ক্যানসার ধরা পড়ে দেরিতে, রোগের ঝুঁকি এড়াতে কখন সতর্ক হওয়া জরুরি ?
Ovarian Cancer In Women: মহিলাদের এই বিশেষ ক্যানসার অনেকটাই দেরিতে ধরা পড়ে। যার ফলে চিকিৎসার বেশি সুযোগ পাওয়া যায় না।
কলকাতা: মহিলাদের মধ্যে ক্যানসার প্রায়ই অধরা থেকে যায়। অথবা যখন ধরা পড়ে, ততদিনে রোগটি অনেকটাই গেড়ে বসেছে। বেশ কয়েকরকম ক্যানসার রয়েছে এই তালিকায়। এর মধ্যে অন্যতম হল জরায়ুর ক্যানসার। জরায়ু বা ওভারিয়ান ক্যানসার ঠিক সময়ে ধরা পড়ে না। এর বড় কারণ নিয়মিত পরীক্ষা নিরীক্ষা না করানো। বেশিরভাগ ক্ষেত্রে জরায়ুর মধ্যে ক্যানসার অনেকটা ছড়িয়ে পড়লে তবেই তা ধরা পড়ে। সমস্য়া এই যে, সেই সময় চিকিৎসার জন্য খুব কম পথ খোলা থাকে। পাশাপাশি খুব কম ক্ষেত্রে রোগীকে সুস্থ স্বাভাবিক করে তোলা সম্ভব হয়।
জরায়ুর ক্যানসার কেন বিপজ্জনক ?
পরিসংখ্যান বলছে, মহিলাদের মৃত্যুর কারণগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে জরায়ুর ক্যানসার। জরায়ুর ক্যানসার বেশিরভাগ সময়েই ধরা পড়ে লেটার স্টেজে। অর্থাৎ রোগটির গুরুতর পর্যায়ে। এর ফলে পর্যাপ্ত চিকিৎসার সুযোগ থাকে না। যা রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই প্রসঙ্গে পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার হেড অ্যান্ড নেক ক্যানসার ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সার্জিকাল অঙ্কোলজিস্ট চিকিৎসক কনব কুমার সংবাদমাধ্যম আইএএনএস-কে জানিয়েছেন, রুটিন স্ক্রিনিং প্রোগ্রামের অভাবে জরায়ুর ক্যানসারের বাড়বাড়ন্ত হচ্ছে। এছাড়াও, অভাব রয়েছে আগে থেকে রোগ নির্ধারণ করতে পারে এমন প্রযুক্তির। এর ফলে খুব কম সংখ্যক চিকিৎসার বিকল্প খোলা থাকে চিকিৎসকদের কাছে।
নির্দিষ্ট কোনও রোগ নির্ণয়ের প্রযুক্তি ?
অন্যদিকে স্যার এইচ.এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের কনসালটেন্ট মেডিকল অঙ্কোলজির চিকিৎসক প্রীতম কাটারিয়া সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, বর্তমানে জরায়ুর ক্যানসার নির্ণয়ের কোনও সেরা প্রযুক্তি নেই। তাই সি১২৫ এস্টিমেশনের সাহায্য় নিতে হয়। এই পদ্ধতি জরায়ুর ক্যানসারের জন্য নির্দিষ্টভাবে তৈরি করা নয়। বরং একাধিক রোগের ইঙ্গিত দিতে পারে এই পদ্ধতি। যার ফলে বেশিরভাগ রোগীরই রোগ ধরা পড়ে বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর।
কেন ও কখন এই ক্যানসার হতে পারে ?
চিকিৎসক কনব কুমারের কথায়, মহিলাদের জিনগত কারণে এই রোগ হতে পারে। এছাড়াও, বয়সজনিত কারণও থাকে। কমবেশি ৪৫-৫০ বছরে মেনোপজ হয়। এর পর থেকে ক্যানসারের ঝুঁকিও বাড়তে থাকে। গবেষণায় দেখা গিয়েছে, যাদের মেনোপজ দেরিতে হয়, তাদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বেশি। এছাড়াও, পরিবেশের মধ্যেও বেশ কিছু কারসিনোজেন থাকে। যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
আরও পড়ুন - Emotional Skincare: মনের হালই জেল্লাদার ত্বকের চাবিকাঠি, ইমোশনাল স্কিন কেয়ার হোক ৩ উপায়ে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )