Radhika Merchant Profile: কার সঙ্গে হল অনন্ত অম্বানির বাগদান ? কে এই রাধিকা ?
Anant Ambani Radhika Merchant Engagement: মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির সঙ্গে বাগদান সম্পন্ন হল। সোশ্যালে শুভেচ্ছার বন্যা। কিন্তু কে এই রাধিকা মার্চেন্ট ?

মুম্বই: মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির সঙ্গে বাগদান সম্পন্ন হল। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে অনন্ত অম্বানির (Anant Ambani) সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাগদান শেষ হতেই সোশ্যালে শুভেচ্ছার বন্যা। কিন্তু কে এই রাধিকা মার্চেন্ট ?
নিউইয়ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন রাধিকা
জানা গিয়েছে, রাধিকা নিউইয়ক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেছেন। এনকোর হেলথ কেয়ার বোর্ডে পরিচালক হিসেবে কাজ করেছেন। তবে শুধু পড়াশোনা করেই থেমে থাকেননি। রয়েছে তার অন্য গুণও। ট্রেকিং এবং সাঁতার তার অন্যতম পছন্দ। পড়তে ভালবাসেন বইও। এরই পাশাপাশি রাধিকা মার্চেন্ট একজন ক্লাসিক্যাল ড্যান্সার। ২০২২ সালে অম্বানি পরিবার রাধিকার জন্য জিও ওয়ার্ল্ড সেন্টারে আরঙ্গেত্রম সেরেমনির আয়োজন করেন।
রাধিকাই ছোট বউ হয়ে আসছেন অম্বানি পরিবারে, আগেই টের পাওয়া গিয়েছিল
তবে বিয়ের ফুল যে ফুটবে, শানাই বাজার অপেক্ষায় , তা আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ বাগদানের আগে অম্বানির পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে রাধিকাকে দেখা যেত। গত কয়েক বছর ধরেই মূলত অনন্ত এবং রাধিকার মধ্যে যোগাযোগ ছিল। তবে বাগদান এবং বিয়ের বিষয়ে কোনও তথ্যই সামনে আনেনি এই দুই পরিবার। তবে শেষ অবধি সেই রাধিকাই ছোট বউ হয়ে আসছেন অম্বানি পরিবারে।
আরও পড়ুন, বর্ষশেষে উৎসবের আমেজ অম্বানি পরিবারে, সম্পূর্ণ হল অনন্ত ও রাধিকার বাগদান
রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে সম্পূর্ণ হল অনন্ত ও রাধিকার বাগদান
তবে সারা দেশে যখন বছর শেষে, বর্ষবরণের অপেক্ষা, তখনই রাধিকাকেও বরণ করে নেওয়ার অপেক্ষায় অম্বানি পরিবার। এবার অনন্ত অম্বানির (Anant Ambani) সঙ্গে রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাগদান সম্পূর্ণ হল। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে মুকেশ ও নীতা অম্বানির ছোট ছেলের সঙ্গে শৈলা ও বীরেন মার্চেন্টের মেয়ের বাজল শানাই।
শ্রীনাথজি মন্দিরে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নেয় দুই পরিবার
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের জন্য শ্রীনাথজি মন্দিরে বন্ধু এবং আত্মীয়রা প্রার্থনা করেন।ঐতিহ্যবাহী রাজ ভোগ শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেয় দুই পরিবার।ইতিমধ্যেই টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ড্রাস্টট্রিয়ালিস্ট তথা রাজনীতিবিদ পরিমল নাথওয়ানি। তিনি টুইটে লিখেছেন,'শ্রীনাথজি মন্দিরে প্রিয় অনন্ত ও রাধিকার বাগদান অনুষ্ঠানের জন্য আন্তরিক অভিনন্দন। শ্রীনাথজির আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকুক।'






















