Rinky Chakma Died: আঠাশেই প্রয়াত মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমা, কেড়ে নিল ক্যানসার
Rinky Chakma Death Due To Cancer: আঠাশেই প্রয়াত হলেন মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমা। ক্যানসারই প্রাণ কাড়ল তরুণীর।
কলকাতা: ক্যানসারের সঙ্গে দুই বছর ধরে লড়াই করছিলেন ২০১৭ সালের মিস ইন্ডিয়া ত্রিপুরা রিঙ্কি চাকমা (Miss India Tripura Rinky Chakma)। অবশেষে সেই লড়াইয়ে হার মানতে হল। ২৮ বছর বয়সেই নিভে গেল (Rinky Chakma Died) জীবনের প্রদীপ। ২০২২ সাল থেকে মারণ ব্রেস্ট ক্যানসারের (Breast Cancer) সঙ্গে লড়াই করছিলেন তিনি। ফাইলোডস টিউমার ধরা পড়েছিল তাঁর। প্রাথমিকভাবে সেরেও গিয়েছিল ক্যানসার। কিন্তু পরে আবার ফিরে আসে। মেপাস্ট্যাসিস প্রক্রিয়ায় ক্যানসার ছড়িয়ে পড়ে প্রথমে ফুসফুসে। পরে সেখান থেকে ব্রেনে। কেমো চলছিল। কিন্তু শরীর তাতে সায় দেয়নি। সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী খবর, গত ২২ ফেব্রুয়ারি তাকে সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল রিঙ্কির। কিন্তু চিকিৎসায় সাড়া দেয়নি শরীর।
আরও পড়ুন - Recurring Cancer: ক্যানসার কেন বারবার ফিরে আসে ? আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক
শেষ ইন্সটা পোস্ট
সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে নিজের অসুস্থতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রিঙ্কি চাকমা। শেষ পোস্টটি তিনি নয়া দিল্লির এইমস থেকে করেন। এর আগে কখনই নিজের শারীরিক অবস্থার কথা খোলসা করে লেখেননি ইনস্টাগ্রামে। কিন্তু ২৭ জানুয়ারির ওই পোস্টে লেখেন, ‘আমি একা লড়াই করে চলেছি একটি মারণরোগের সঙ্গে। এতদিন কাউকেই এই কথা জানায়নি। তবে এখন সেই সময় এসেছে।’ এর পরেই তাঁর ক্যানসার ধরা পড়ার কথা জানান রিঙ্কি। তিনি জানান ২০২২ সাল থেকেই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিনি। তার পর থেকে দীর্ঘ দুই বছর চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি।
আরও পড়ুন - Breast Cancer: একবার সেরে গেলেও আবার ক্যানসার ? ‘দায়ী’ প্রোটিনের মিলল খোঁজ
কী হয়েছিল রিঙ্কি চাকমার ?
ফাইলোডস টিউমার নামের একটি মারাত্মক ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন রিঙ্কি চাকমা (Rinky Chakma Miss India)। অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়। কিন্তু ক্যানসার তারপরও ফিরে আসে। যাকে চিকিৎসকদের পরিভাষায় মেটাস্ট্যাসিস বলা হয়। এর ফলে প্রথমে তাঁর ফুসফুস আক্রান্ত হয়। কিছুদিন পর তার ব্রেনেও ছড়িয়ে পড়ে ক্যানসার। ক্যানসারের টিউমার অনেকটাই বড় আকার নেয়। রিঙ্কির শেষ ইনস্টাগ্রাম পোস্টে তাঁর মাথার ছবিতে তা স্পষ্ট বোঝা যায়। ওই পোস্টে রিঙ্কি জানিয়েছিলেন, মারণরোগ সারাতে বর্তমানে তাঁকে কেমোথেরাপি নিতে হচ্ছে। কিন্তু তাতেও বাঁচার আশা কম। মাত্র তিরিশ শতাংশ। চিকিৎসকরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেটাই সত্যি হল। ক্যানসারের সঙ্গে দুই বছর লড়েও মাত্র আঠাশেই প্রয়াত হলেন রিঙ্কি চাকমা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )