Replacing Lost Teeth: দাঁত বাঁধাতে আর ঝামেলা পোয়াতে হবে না ! সহজ কায়দার খোঁজ মিলল গবেষণায়
New Way of Replacing Lost Teeth: দাঁত বাঁধাতে গিয়ে আর ঝামেলা পোয়াতে হবে না। এবার সহজ কায়দার খোঁজ পেলেন বিজ্ঞানীরা।
কলকাতা: দাঁত একে একে সবই পড়ে গিয়েছে। এখন খেতে গেলে চেবানোর ঝামেলা। প্রায়ই তরল খাবার খেতে হয়। কেউ কেউ এর জন্য নকল দাঁতের উপর ভরসা করেন। কিন্তু তাতেও কম ঝক্কি নয়। সেই দাঁতের একটু বেশিই যত্ন দরকার হয়। অন্যদিকে দাঁত পড়ে গেলে নতুন দাঁত বাঁধাতেও বেশ কষ্ট রয়েছে। তাই অনেকেই সেই পথে যান না। তবে এত ঝামেলা ঝক্কির দিন শেষ হল বলে। কারণ এবার অনেক সহজে দাঁত বসানো যাবে মুখের ভিতর। সম্প্রতি এর জন্য অভিনব কায়দার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।
নয়া কায়দায় দাঁত বাঁধান !
দাঁত বাঁধানোর এই নয়া পদ্ধতিকে বলা হচ্ছে টেরিগয়েড ইমপ্ল্যান্টিং। এই পদ্ধতি চারটে সামনের দিকের ও দুটো পিছনের দিকের ইমপ্ল্যান্ট করা অনেকটাই সহজ হয়ে যাবে। যাদের দাঁত বয়সের কারণে বা দুর্ঘটনায় হারিয়ে গিয়েছে, তাদের জন্য এই প্রক্রিয়া অনেকটাই আরামদায়ক হবে বলে জানিয়েছেন গবেষকরা। কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকদের কথায়, বর্তমান পরিস্থিতিতে দাঁত বাঁধানোর চোয়াল একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চোয়ালের হাড় ক্ষয়ে গেলে দাঁত ঠিকমতো বাঁধানো যায় না। পাশাপাশি যে পদ্ধতিতে দাঁত বাধানো হয়, তা অনেকটাই খরচসাপেক্ষ ব্যাপার।
অল্প খরচে দারুণ সমাধান !
সংবাদমাধ্যম আইএএনএসকে ডেন্টিস্ট দিব্যা মেরহোত্রা বলেন, এই কায়দায় দাঁত বাঁধালে অনেকটাই খরচ কম হয়। পাশপাশি দাঁত বাঁধানোর সময় জটিলতাও অনেকটাই কম হয়। উপরের চোয়ালে হাড় ক্ষয়ে গেলে যে সমস্যায় পড়তে হয়, তা এক্ষেত্রে হয় না। এছাড়াও, টেরিগয়েড ইমপ্ল্যান্টিংয়ে বেশি ঝামেলা নেই। একবার অস্ত্রোপচার করলেই যথেষ্ট। পুরনো উপায়ে দাঁত বাঁধাতে গেলে বার বার অস্ত্রোপচারের দরকার পড়ে। কারণ সেক্ষেত্রে হাড়ের গ্রাফটিং করতে হয়।
পুরনো কায়দায় ঝামেলা কেন বেশি ?
দাঁত বাঁধানোর পুরনো কায়দায় কেন ঝক্কি বেশি, তাও বুঝিয়ে বললেন আরেক চিকিৎসক কমলেশ্বর সিং। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, দাঁতের নিচে হাড় ক্ষয়ে গেলে অস্ত্রোপচারের সময় নতুন দাঁত বসাতে বেশ ঝামেলা হয়। ঠিকমতো দাঁত সেট হয় না অনেক সময়। উপরের চোয়াল খুব বেশি গভীর হয় না। ফলে সেখানে সমস্যা বেশি হয়। অন্যদিকে আরেক চিকিৎসক ভাস্কর আগরওয়াল জানান, এই পদ্ধতিতে রোগীর মুখের একটি থ্রিডি স্ক্যান পাওয়া যায়। যার ফলে দাঁত বাঁধানোর সময় কোনও ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। দাঁত বসানোর সময় এতে বেশি জটিলতাও হয় না। পুরনো পদ্ধতিতে সেসব সুবিধা নেই বলে ঝামেলা বেশি।
তথ্যসূত্র - আইএএনএস
আরও পড়ুন - Acidity Instant Relief: অ্যাসিডিটির ঠেলায় গলা, বুক জ্বলছে ? ৫ ঘরোয়া উপাদানেই চটজলদি আরাম পাবেন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )