(Source: ECI/ABP News/ABP Majha)
Diseases For AC: দীর্ঘসময় ধরে AC-তে ? কোন কোন অঙ্গের অজান্তেই বিপদ ঘটছে ?
Severe Diseases From AC: দীর্ঘ সময় ধরেই অনেকে এসিতে থাকেন। এই অবস্থায় শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে। দেহের কিছু অঙ্গের বিপদ বাড়িয়ে দেয় এসি।
Severe Diseases From AC: ভ্যাপসা গরম আর কিছুতেই মিটছে না। বৃষ্টি হলেও বেশ অস্বস্তি হচ্ছে। এই অবস্থায় অনেকেই দীর্ঘক্ষণ অফিসে বা বাড়িতে এসি চালিয়ে থাকেন। এসির হাওয়ার জেরে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে এসি ব্যবহার করার জন্য কঠিন রোগের আশঙ্কা বাড়ে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। এই রোগগুলি সারার সম্ভাবনাও কম।
কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে ?
সম্প্রতি সংবাদমাধ্যম আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে চিকিৎসকরা বলেছেন, একাধিক রোগ দেখা দিতে পারে এসি থেকে। এই রোগগুলির তালিকায় রয়েছে - মাথা ব্যথা, শুকনো কাশি, ক্লান্তিভাব, মাথা ঘোরা, মনোযোগের সমস্যা ইত্যাদি। বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ সুহাস এইচ এস বলেন, ক্লান্তি, এমনকি কোনও গন্ধের কারণে শারীরিক অস্বস্তিও হতে পারে।
অ্যালার্জির কারণ হতে পারে এসি
অ্যালার্জি সাধারণত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার পরিচায়ক। কিছু অ্যালার্জেন আমাদের শরীরের হিস্টামিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজে থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকে।
শুধুই কি এসির দোষ ?
এসির দোষ যে শুধু তাও নয়। বরং চিকিৎসকদের কথায়, এসি ঠিকমতো মেনটেন করাটাও দরকার। নিয়মিত সাফসুতরো রাখা, নির্দিষ্ট সময় অন্তর ভিতরের যন্ত্রপাতি মেকানিককে দিয়ে সাফ করানোও দরকার হয়। সাধারণত সেই কাজটি খুব কম হয়ে থাকে। যার ফলে এসির থেকে রোগ ছড়াতে শুরু করে। বর্তমানে অনেকরকমের এসি পাওয়া যায়। তার মধ্যে একধরনের এসি হল ব্যাকটেরিয়া প্রতিরোধী। অর্থাৎ ঘরের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকতে দেয় না। বা সংক্রমণ ছড়াতে দেয় না। এই ধরনের এসিগুলি অন্যান্য এসির তুলনায় অনেকগুণ ভাল পরিষেবা দেয়। পাশাপাশি রোগের আশঙ্কাও অনেকটাই কমে যায়।
বারবার বাইরে বেরোনো ও এসির মধ্যে ঢোকা
অনেকেরই এই অভ্যাস রয়েছে। আবার কাজের দরকারে এয়ার কন্ডিশনড রুম থেকে অনেককে বেরোতে হয়। এই অবস্থায় বারবার তাপমাত্রার পার্থক্য হয়। এই পার্থক্য শরীরের উপর প্রভাব ফেলে। প্রাথমিকভাবে প্রভাব পড়ে ত্বকের উপর। এর পর ফুসফুস, শ্বাসনালীর উপরেও প্রভাব পড়ে। দীর্ঘসময় ধরে এসিতে থাকলে এই অঙ্গগুলির রোগের আশঙ্কা অনেকটা বেড়ে যায়।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Restless Syndrome: রাতে ঘুমের মধ্যে পা নাড়ানো অভ্যাস ? জেনে নিন সুরাহা
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )