Tattoo: ট্যাটু করানোর আগে এবং পরে সতর্ক থাকুন, সমস্যা এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি
Tattoo or Inked: একনজরে দেখে নিন ট্যাটু করার আগে এবং পরে কী কী করবেন বা কী কী করবেন না, এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন।
Tattoo: আজকাল অনেকেই ট্যাটু (Tattoo) করেন। তবে এই ট্যাটু করানোর আগে এবং পরে বেশ কয়েকটি ব্যাপার খেয়াল রাখতে হয়। এইসব ছোটখাটো নিয়ম মেনে না চললে হিতে বিপরীত হতে পারে। ট্যাটু (Skin Care) করার পর আপনি সমস্যায় পড়তে পারেন। তাই একনজরে দেখে নিন ট্যাটু করার আগে এবং পরে কী কী করবেন বা কী কী করবেন না, এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন।
অ্যালকোহল এবং ক্যাফাইন- ট্যাটু করার ৪৮ ঘণ্টা আগে থেকে অ্যালকোহল বা ক্যাফাইন জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিন। কারণ এইসব উপকরণ রক্তের ফ্লো স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দেয়। ফলে ট্যাটু করার সময় আপনার শরীরে সূচ ফোটালে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে রক্তক্ষরণ হতে পারে যা ট্যাটু করার সময় একেবারেই কাম্য নয়। সেইজন্যই এই নিয়ম মেনে চলতে বলা হয়।
সঠিক পরিমাণে জল খান- ত্বক হাইড্রেটেড রাখার জন্য অর্থাৎ ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ট্যাটু করার কয়েকদিন আগে থেকেই সঠিক পরিমাণে জল খাওয়ার অভ্যাস করতে হবে। কারণ আপনার ত্বক সঠিক ভাবে হাইড্রেটেড থাকলে ট্যাটু করার সময় তুলনায় কম ব্যথা লাগবে। তাই এই নিয়ম মেনে চলা প্রয়োজন।
শেভ/ওয়াক্সিং করবেন না- যে জায়গায় ট্যাটু করাবেন ভেবেছেন সেই অংশে ট্যাটু করার আগে শেভ বা ওয়াক্সিং না করাই ভাল। কারণ এইসব করলে ত্বকে ইরিটেশন বা অস্বস্তি শুরু হতে পারে। ট্যাটু করার পরেও ওই জায়গায় শেভিং বা ওয়াক্সিং করা উচিত নয়। অন্তত প্রথম কয়েকদিন এই নিয়ম মেনে চলা প্রয়োজন।
ট্যাটু ঢেকে রাখুন প্রথম দিকে- ট্যাটু যখন করিয়েছেন, তখন তা আর পাঁচজনকে না দেখালে মন ভরবে না। বিশেষ করে যদি আপনি প্রিয় মানুষের জন্য স্পেশ্যাল কোনও ট্যাটু করিয়ে থাকেন, তাহলে তো অতি অবশ্যই সেটা তাঁকে দেখা হবে। তবে ট্যাটু করার পর সেই অংশ খুবই সেনসিটিভ হয়ে যায়। চট করে বিপজ্জনক ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে কয়েকদিন নিজের ট্যাটু ঢেকে রাখুন। এতে উপকারই হবে। নরম কাপড় জাতীয় জিনিস দিয়ে ট্যাটু ঢেকে রাখা প্রয়োজন। এক্ষেত্রে অবশ্যই ট্যাটু আর্টিস্ট বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
ট্যাটু যে অংশে করিয়েছেন তা নিয়মিত ভাবে পরিষ্কার করা প্রয়োজন। তবেই আপনি ইনফেকশন এড়াতে পারবেন। এর পাশাপাশি ট্যাটু আর্টিস্টের পরামর্শ নিয়ে ওই জায়গায় ক্রিম বা লোশন লাগাতে হবে। তার ফলে ত্বক আর্দ্র থাকবে। রুক্ষ শুষ্ক হয়ে যাবে না। বাইরে বেরোলে রোদ থেকে সাবধান থাকুন। চড়া রোদ রঙিন ট্যাটুর ঔজ্জ্বল্য কমিয়ে দিতে পারে। সেইজন্য সানস্ক্রিন লাগিয়ে নিতে পারেন ট্যাটুর জায়গায়। ট্যাটু শুকিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। ওই অংশে অকারণ চুলকানো যাবে না। ঘষতেও যাবেন না। বেশি সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের (এক্ষেত্রে ডার্মাটোলজিস্ট) পরামর্শ নিন।
আরও পড়ুন- শ্যাম্পু করার পর চুল ধোবেন কীভাবে, দেখে নিন কিছু সঠিক নিয়ম