এক্সপ্লোর
Advertisement
Skin Care Tips: ত্বকের পরিচর্যার সময় কোন কোন উপকরণ ব্যবহারে বাড়বে সমস্যা? দেখে নিন তালিকা
Skin Care: স্নান করার সময় তাড়াহুড়োয় অনেকেই মুখেও শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেন। অথবা সাবান শেষ হয়ে গেলে ভাবেন একদিন শ্যাম্পু দিয়ে মুখ ধুয়ে নিলে কীই বা আর ক্ষতি হবে। এই কাজ একেবারেই করবেন না।
Skin Care Tips: ত্বকের পরিচর্যায় আমরা অনেকসময় অজান্তেই এমন কিছু উপকরণ ব্যবহার করে ফেলি যা আসলে আমাদের ত্বকের ক্ষতি করে। তাই কোন কোন জিনিস ভুল করেও মুখের ত্বকে লাগানো উচিত নয়, জেনে নিন।
- এক্সপায়ার হয়ে যাওয়া কোনও বিউটি প্রোডাক্টই ব্যবহার করা উচিত নয়। এই ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা উচিত ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইসবের ব্যাপারে। এক্সপায়ার হওয়া প্রোডাক্ট ব্যবহার করলে আপনার ত্বকে র্যাশ, অ্যালার্জি দেখা দিতে পারে।
- ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ট্যান তুলতে খুব ভালভাবে কাজে লাগে। কিন্তু সরাসরি কখনও ত্বকে লেবুর রস ব্যবহার করবেন না। সাইট্রিক অ্যাসিডের জেরে ত্বক পুড়ে কালো দাগ হয়ে যেতে পারে। তবে বিভিন্ন উপকরণ মিশিয়ে ফেসপ্যাক কিংবা স্ক্রাব তৈরি করলে সেখানে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
- স্নান করার সময় তাড়াহুড়োয় অনেকেই মুখেও শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেন। অথবা সাবান শেষ হয়ে গেলে ভাবেন একদিন শ্যাম্পু দিয়ে মুখ ধুয়ে নিলে কীই বা আর ক্ষতি হবে। এই কাজ একেবারেই করবেন না। ত্বক মারাত্মক রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে।
- নারকেল তেল চুলের পাশাপাশি ত্বকের যত্নের ক্ষেত্রেও জরুরি একটি উপকরণ। কিন্তু তাই বলে সরাসরি মুখে নারকেল তেল একেবারেই ব্যবহার করবেন না। এর জেরে ত্বকের পোরসের মুখগুলি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে নোংরা জমে যেতে পারে। দেখা দিতে পারে ব্রনর সমস্যা।
- ত্বকের পরিচর্যার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ বিষয় হল মুখের ত্বকের যত্ন নেওয়া। আর এই ক্ষেত্রেই সবচেয়ে বেশি সতর্ক থাকা জরুরি। অজান্তে করা ভুল ডেকে আনতে পারে বিপদ। সামান্য ভুলে হতে পারে জটিল সমস্যা।
- আপনার ত্বক যদি অয়েলি হয়, ব্রন হওয়ার প্রবণতা হয়, ত্বক সেনসিটিভ হয়, ত্বকে র্যাশ, লালচে ভাব এইসব সমস্যা থাকে তাহলে নিজে থেকে কোনও উপকরণ ব্যবহার না করাই মঙ্গল। অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
- কখনই মুখে ফেসপ্যাক কিংবা স্ক্রাব লাগানোর সময় জোরে জোর ঘষবেন না। এর জেরে ত্বকের গঠন নষ্ট হতে পারে। আলতো হাতে ত্বকে যেকোনও উপকরণ ম্যাসাজ করা প্রয়োজন।
- অনেকের ক্ষেত্রে মুখের ত্বকে চুলের আধিক্য দেখা যায়। এক্ষেত্রে কোনও ভাবেই ওয়াক্সিং করতে যাবেন না নিজে নিজে। বিউটি পার্লারে গিয়ে অভিজ্ঞ লোকের সাহায্যে সমস্যার সমাধান করা জরুরি। নাহলে বিপদ হতে পারে।
- মুখ পরিষ্কারের পর কখনই খুব জোরে ঘষে মুখে লেগে থাকা জল মুছতে যাবেন না। ব্যবহার করুন নরম তোয়ালে বা সুতির গামছা। আলতো হাতে মুছে নিন জল।
- ত্বকের পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বক পরিষ্কার রাখা। মুখের ত্বকের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি জরুরি। তাই সতর্ক থাকুন। সাবধানে থাকুন।
আরও পড়ুন- ইউরিক অ্যাসিড বেশি থাকলে কী কী সমস্যা হবে শরীরে? ঘরোয়া উপায়ে কীভাবে কমাবেন মাত্রা?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement