Kidney Disease: কী কারণে শিশুদের কিডনির অসুখ হয়?
Child's Kidney Disease: শিশুদের ক্ষেক্ষেও কিডনির সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কী কারণে শিশুদের মধ্যে কিডনির সমস্যা দেখা দেয়?
কলকাতা: ছোট থেকে বড়, সমস্ত বয়সের মধ্যেই কিডনির (Kidney) সমস্যা দেখা দেয়। কিডনি ফেলিওর কখনও কখনও স্থায়ী সমস্যা হতে পারে, কখনও আবার তা সেরে যাওয়ারও সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিডনির সমস্যা (Kidney Disease) দু ধরনের হয়। একটি সাময়িক অন্যটি জটিল। সাময়িক কিডনির সমস্যা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কিডনির সমস্যা জটিল হয়ে গেলে, তা সেরে ওঠার সম্ভাবনাও হালকা হয়ে যায়। কিডনির দু ধরনের সমস্যার লক্ষণও আলাদা আলাদা হয়। বিশেষজ্ঞদের মতে, অনেকেরই ধারণা থাকে, কিডনির সমস্যা বুঝি বয়স বাড়লে দেখা যায়। আসলে এই ধারণা একেবারেই সঠিক নয়। শিশুদের ক্ষেক্ষেও কিডনির সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কী কারণে শিশুদের মধ্যে কিডনির সমস্যা দেখা দেয়?
শিশুদের মধ্যে কিডনির সমস্যা দেখা দেওয়ার কারণ-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকক্ষেত্রে পরিবারের অন্য কোনও সদস্যর কিডনির সমস্যা থাকলে, তা দেখা দিতে পারে শিশুর মধ্যেও। জিনগত কারণ ছাড়াও শিশুদের খাদ্যাভ্যাস কিডনির সমস্যার অন্যতম কারণ। পাশাপাশি শরীরে অন্তর্গত নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, জন্মের সময়ে ভ্রুণের ত্রুটি থাকার কারণে, অন্তঃসত্ত্বা অবস্থায় মায়ের পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকলে শিশুদের মধ্যে কিডনির সমস্যা দেখা দেয়।
শিশুদের কিডির সমস্যা দেখা দিয়েছে বুঝবেন কীভাবে?
১. প্রস্রাবে সমস্যা দেখা দেওয়া। প্রস্রাব অনিয়মিত হয়ে পড়লে।
২. প্রস্রাবের সঙ্গে রক্ত বের হলে।
৩. চোখ কিংবা পা আচমকা ফুলে গেলে।
আরও পড়ুন - Diabetes: মধুমেহ নিয়ন্ত্রণে রাখতে কোন কোন উপায়ে লেবু খাবেন? জানুন সঠিক পদ্ধতি
৪. রক্তচাপ আচমকা বেড়ে গেলে।
৫. জ্বর, ডিহাইড্রেশন, ত্বকে সমস্যা, তলপেটে ব্যথা, এসবই কিডনির সাময়িক সমস্যার লক্ষণ।
৬. শিশুদের ব্যবহার পরিবর্তন আসলে, মনোযোগের অভাব হলে, শিশুরা যদি কথা বলার সময় সমস্যা অনুভব করে, এগুলি কিডনির জটিল সমস্যার লক্ষণ।
এর পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিশুদের কিডনির সামান্য (Kids Kidney Disease) সমস্যা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। অবহেলায় বিপদ হতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )