Sesame Seeds And Jaggery Health benefits: তিল এবং গুড় একসঙ্গে খাবেন কেন? তিলের নাড়ুর এত গুণ জানেন?
Healthy Food: তিলের নাড়ুর মূল দুই উপকরণ হল তিল এবং গুড়। এই দুই উপকরণই আমাদের স্বাস্থ্যের জন্য ভাল। একসঙ্গে খেতে পারলে আরও ভাল। কেন গুড় এবং তিল একসঙ্গে খাওয়া উচিৎ জেনে নিন।

Tiler Naru: শীতের মরশুমে গুড় খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আর এর সঙ্গে যদি আপনি তিল মিশিয়ে খেতে পারেন তাহলে বিভিন্ন ভাবে ভাল থাকবে আপনার শরীর-স্বাস্থ্য। শীতের দিনে অনেক বাড়িতেই নলেন গুড় কিংবা খেজুর গুড়ের সঙ্গে সাদা তিল পাক দিয়ে তৈরি হয় নাড়ু। তিলের নাড়ু খেতে খুবই সুস্বাদু। আর এই বিশেষ খাবারের রয়েছে অনেক গুণ।
তিলের নাড়ুর মূল দুই উপকরণ হল তিল এবং গুড়। এই দুই উপকরণই আমাদের স্বাস্থ্যের জন্য ভাল। একসঙ্গে খেতে পারলে আরও ভাল। কেন গুড় এবং তিল একসঙ্গে খাওয়া উচিৎ তা জানতে হলে আগে জেনে নিন তিল এবং গুড়ের বিভিন্ন স্বাস্থ্যগুণ।
- চিনির পরিবর্তে ন্যাচারাল সুইটনার হিসেবে গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।
- বদহজম এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এই গুড়।
- আমাদের শরীরে ভরপুর এনার্জির জোগান দেয় এই গুড়। তাই গুড় খেলে আপনি চাঙ্গা থাকবেন।
- চিনির তুলনায় গুড়ের মধ্যে গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম। আর তাই গুড় খেলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
- গুড়ে থাকে আয়রন এবং ফোলেট। অতএব গুড় খেলে আপনার শরীরে রক্তাল্পতার সমস্যা দেখা যাবা না।
- বডি টিক্সিফিকেশনের কাজে সাহায্য করে গুড়। অর্থাৎ শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের করে স্বাস্থ্য ভাল রাখে এই খাবার।
- পটাশিয়াম এবং অল্প সোডিয়াম থাকার কারণে গুড় খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে।
- জয়েন্ট পেন অর্থাৎ গাঁটে ব্যথা কমাতে সাহায্য করে গুড়। আদা কুচি এবং গুড় একসঙ্গে খেলে জয়েন্ট পেন কমে খুব দ্রুত।
তিলের কী কী গুণ রয়েছে, দেখে নিন সেই তালিকা
- তিলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এই বীজ খেলে অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। পেটের সমস্যা থাকলে কমে যায়।
- ক্যালশিয়াম এবং প্রোটিন রয়েছে তিলের মধ্যে। এই বীজ খেলে হাড়ের গঠন মজবুত হবে। হাড়ের ক্ষয় রোধ করা সম্ভব হবে।
- চুল এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য পাতে তিল রাখুন। রান্নায় ব্যবহার করুন কিংবা বেটে খান তিল।
- ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিল। অতএব যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা তিল খেতে পারেন।
- কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড অ্যাসিডের পরিমাণ কমিয়ে হার্ট ভাল রাখতেও সাহায্য করে তিলের বীজ।
আরও পড়ুন- কাঁচা পাউরুটি খেলে পেটের মারাত্মক সমস্যায় ভুগবেন, আর কী কী অসুবিধা দেখা দিতে পারে?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















