Longest Working Hours: বিশ্বের এই দেশগুলিতে সবচেয়ে বেশিক্ষণ কাজ করতে হয়, ভারত কোন স্থানে ?
Top 10 Countries Longest Working Hours: বিশ্বের এই ১০টি দেশে সবচেয়ে বেশি সময় কাজ করতে হয়। তালিকায় ভারত কোন স্থানে ?

Top 10 Countries Longest Working Hours: সকাল থেকে রাত। শুধু খাটনি আর খাটনি। এই অবস্থায় শরীর যেন আর দেয় না। এই ছবিটা শুধু যে একজনের তা কিন্তু নয়। লক্ষ লক্ষ বলা ভাল, কোটি কোটি মানুষের সামগ্রিক ছবিটা অনেকটা এরকম। বাজারে চাকরির মন্দা থাকলে পরিস্থিতি অনেকটা এমনই হয়। দেখা যায়, বহু লোক বেকার অবস্থায় রয়েছেন। অন্যদিকে যারা গুটিকয়েক কাজ করছেন, তাদের উপর অতিরিক্ত চাপ পড়ছে। ফলে বাড়ছে কাজ করার সময়। সম্প্রতি এই কাজ করার সময় নিয়েই একটি পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যান
বিভিন্ন দেশে কত ঘন্টা অফিসে কাজ করতে হয় তার ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছ। তৈরি করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। ২০২৪ সালের অর্থাৎ চলতি বছরের পরিসংখ্যানই পেশ করেছে ইন্টারন্যাশনাল লেবার অরগ্যানাইজেশন। দশ থেকে একের দিকে ধাপে ধাপে কীভাবে চিত্রটা বদলাচ্ছে দেখে নেওয়া যাক। এখানে দশ মানে শীর্ষ তালিকায় থাকা দশম দেশটি। এক মানে প্রথম দেশটি। প্রথম দেশটিতে সবচেয়ে বেশি সময় কাজ করতে হয় শ্রমিকদের। দশম দেশটিতে শীর্ষ তালিকার স্থানের নিরিখে কম কাজ করতে হয়। বলে রাখা জরুরি, এই তালিকায় ভারতও রয়েছে।
বিশ্বের শীর্ষ ১০ দেশ (কম থেকে বেশি সময়ের ক্রমানুসারে)
১. মেক্সিকো - মেক্সিকোতে শ্রমিকদের সপ্তাহে ৪২.৭ ঘন্টা কাজ করতে হয়। অর্থাৎ সপ্তাহে ছয়দিন অফিস হলে রোজ ৭.১ ঘন্টা করে কাজ। পাঁচদিন অফিস হলে ৮.৫ ঘন্টা।
২. নাইজিরিয়া - সপ্তাহে মোট ৪৩.৪ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.২ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৮.৬ ঘন্টা।
৩. তুরস্ক - সপ্তাহে মোট ৪৩.৭ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.৩ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৮.৭ ঘন্টা।
৪. আলজিরিয়া - সপ্তাহে মোট ৪৪ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.৩৩ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৮.৮ ঘন্টা।
৫. চিন - সপ্তাহে মোট ৪৫ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.৫ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৯ ঘন্টা।
৬. মিশর - সপ্তাহে মোট ৪৫.৫ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.৫৮ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৯.১ ঘন্টা।
৭. বাংলাদেশ - সপ্তাহে মোট ৪৫.৮ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.৬৩ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৯.১৬ ঘন্টা।
৮. ভারত - সপ্তাহে মোট ৪৬ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.৬৬ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৯.২ ঘন্টা।
৯. পাকিস্তান - সপ্তাহে মোট ৪৬.৬ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৭.৭৬ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ৯.৩২ ঘন্টা।
১০. সংযু্ক্ত আরব আমিরশাহি - সপ্তাহে মোট ৫২ ঘন্টা। ছয়দিন অফিস হলে রোজ ৮.৬৬ ঘন্টা। পাঁচদিন অফিস হলে ১০.৪ ঘন্টা।
আরও পড়ুন - Neuralink Chip: নম্বর ডায়ালের ঝক্কি শেষ, এবার ‘ভাবলেই’ ফোন চলে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে !
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।





















