এক্সপ্লোর
Advertisement
Winter Hair Care Tips: শীতের মরসুমে রুক্ষ-শুষ্ক আবহাওয়ায় চুলের মূল সমস্যা খুশকি, আর কী কী অসুবিধা হতে পারে?
Hair Care Tips: শীতের মরসুমে চুলের যত্ন নেওয়ার জন্য ঠিক কী কী করতে হবে, চলুন জেনে নেওয়া যাক।
Winter Hair Care Tips: বাতাসে ইতিমধ্যেই শিরশিরানি এসেছে। রয়েছে হাল্কা শীতের (Winter Hair Care) আমেজও। এমন রুক্ষ, শুষ্ক আবহাওয়ায় চুলের একটু বেশি যত্ন প্রয়োজন (Hair Care)। এক্ষেত্রে ঠিক কী কী করবেন, জেনে নেওয়া যাক।
শীতের মরসুমে চুলে কী কী সমস্যা দেখা দেয় এবং তা এড়াতে কী কী করণীয়
- শীতের মরসুমে শুধু যে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যায় তা নয়। স্ক্যাল্প বা মাথার তালুতেও দেখা যায় রুক্ষ, শুষ্ক ভাব। এর ফলে বাড়তে পারে খুশকির সমস্যা। আর শীতের মরসুমে আবহাওয়াও অনেকটা রুক্ষ এবং শুষ্ক হয়। তাই চুলে যাতে আর্দ্র ভাব বজায় থাকে সেই জন্য মাথায় একটা টুপি পরে থাকতে পারলে ভাল। কিংবা চুলে জড়িয়ে রাখুন স্কার্ফ। শীতের দিনের রুক্ষ, শুষ্ক হাওয়া আপনার চুল আরও রুক্ষ, শুষ্ক করে দিতে পারে। একইভাবে এই আবহাওয়ার কারণে রুক্ষ হয়ে যেতে পারে স্ক্যাল্প। অতএব সতর্ক থাকুন।
- শীতকালে স্নানের পর চুল শুকোতে সময় লাগে। সেই জন্য অনেকেই হেয়ার ড্রায়ার বা ব্লোয়ার ব্যবহার করে থাকেন। এগুলি ব্যবহার না করাই ভাল। কারণ হেয়ার ড্রায়ার বা ব্লোয়ার চুল আরও রুক্ষ এবং শুষ্ক করে দেয়।
- যাঁদের চুল পড়ার সমস্যা রয়েছে তাঁরা সতর্ক থাকুন শীতের মরসুমে। চুল ভিজে থাকলে যেমন চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে তেমনই চুলে ব্লোয়ার বা ড্রায়ারের ব্যবহার অসংখ্য ক্ষতি করে চুলের।
- ভেজা চুলে বাড়ির বাইরে না বেরনোই ভাল। এর ফলে চুলের মধ্যে সহজে ধুলোময়লা আটকে যেতে পারে। তার থেকে চুল পড়া- সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে।
- বাড়ির বাইরে বেরনো থাকলে হাতে সময় নিয়ে স্নান করা প্রয়োজন। তারপর বেরনোর আগে ভালভাবে চুল শুকিয়ে নিতে হবে। নরম গামছা বা তোয়ালে দিয়ে চুলের জল আলতো হাতে মুছে নিলে চুল সহজে শুকিয়ে যায়।
- শীতের মরসুমে চুলের মূল সমস্যা হল খুশকি। যদি বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। খুশকির সমস্যা দূর করতে চাইলে অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। সবার আগে চুল এবং স্ক্যাল্প পরিষ্কার রাখা দরকার। তাহলে খুশকির সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।
আরও পড়ুন- শরীরে সঠিক পুষ্টির জোগান দেয় ড্রাই ফ্রুটস-বাদাম, কী কী খেতে পারেন?
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement