World Cancer Day 2024: বিশ্ব ক্যানসার দিবস ২০২৪ পালন হবে বিশেষ থিমে ! কেন এই ভাবনা ?
World Cancer Day 2024 Theme: বিশ্ব ক্যানসার দিবস পালন করতে ২০২৪ সালে বেছে নেওয়া হয়েছে বিশেষ একটি থিম। কেন এই ভাবনা।
কলকাতা: প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়। ক্যানসারের মতো মারণরোগ দিন দিন বেড়েই চলেছে। নানা কারণে এই রোগের ঝুঁকি বাড়ছে আধুনিক জীবনে। আর তা নিয়ে সতর্ক করতেই এই দিনটি উদযাপন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রতি বছর এই দিনটির উদযাপন করা হয়।
বিশ্ব ক্যানসার দিবস পালনের কারণ ( why World Cancer Day Celebrated) ?
ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। ক্যানসার যেমন বাড়ছে, তেমনই এই রোগের বেশ কিছু দিক রয়েছে। এই দিকগুলির ব্যাপারে মানুষের ভ্রান্ত ধারণাও রয়েছে। সেই ধারণাগুলি কাটাতেই একটি গোটা দিনের উদযাপন। ক্যানসার রোগে কীভাবে রোগীর যত্ন নিতে হয়, কী করলে ক্যানসার প্রতিরোধ করা যায়, কীভাবে এই রোগের শনাক্তকরণ করা হয় আর চিকিৎসা চলে, সেসব নিয়েও সচেতনতা প্রচার করা হয়।
ক্যানসার দিবসের ভাবনা (World Cancer Day 2024 Theme)
চলতি বছরে ক্যানসারের জন্য একটি বিশেষ থিম নির্বাচন করা হয়েছে। এই থিম ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ: এভরিওয়ান ডিজার্ভস অ্যাকসেস টু ক্যানসার কেয়ার’। এই থিমের অর্থ প্রত্যেকেরই ক্যানসার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তাই ক্যানসার চিকিৎসার পিছিয়ে থাকা দিকগুলি নিয়ে ভাবতে হবে। এই অভাবগুলি পূরণ করতে হবে।
একটি বিশেষ উদ্যোগের অংশ (UICC Campaign)
ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল বা ইউআইসিসি-এর তরফে তিন বছর ধরে একটি বিশেষ প্রচার চলছে। ২০২২ সালে এই প্রচার শুরু হয়। ২০২৪ সালে এর শেষ বছর। তারই অঙ্গ হিসেবে চলতি বছর এই থিম নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালে একটি অ্যাজেন্ডা নির্বাচন করেছে ইউআইসিসি। সেটি ‘টুগেদার উইথ, উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার ’।
বিশ্ব ক্যানসার দিবসের ইতিহাস (World Cancer Day History)
চলতি শতকের গোড়া থেকেই শুরু হয়েছিল এই বিশেষ দিন উদযাপন। বিশ্ব ক্যানসার দিবস পালন শুরু হয় ইউআইসিসি-এর হাত ধরে। শতকের গোড়ায় প্যারিসে একটি বিশেষ সামিটের আয়োজন হয়। ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর ওই সামিটের দিনটির প্রস্তাব দেয় ইউআইসিসি। এর পর থেকেই দিনটির উদযাপন শুরু হয়। ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি এই দিনটির উদযাপন হয়। এর পর থেকে প্রতি বছর ওই দিনটিতেই পালন হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস।
আরও পড়ুন - Recurring Cancer: ক্যানসার কেন বারবার ফিরে আসে ? আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )