এক্সপ্লোর
Advertisement
World Stroke Day 2022: পরিবারে কি স্ট্রোকের ইতিহাস আছে ? তবে এই কাজগুলি সেরে ফেলুন ঝটপট !
World Stroke Day : পরিবারের অন্যদের স্ট্রোক হয়েছিল কেন। সেই কারণটি জানা থাকলে আগে থেকে চিকিৎসা করা যেতে পারে ।
World Stroke Day 2021: ভয়াবহ হারে বাড়ছে স্ট্রোকের প্রবণতা। কিছু ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য দ্রুত ধরাও পড়ছে স্ট্রোকের মতো অসুখ। তাই সংখ্যাটা বাড়ছে তরতরিয়ে। প্রবল মানসিক চাপ, বসে-বসে কাজ, আর এলাহি অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া আর জীবনশৈলি সংক্রান্ত সমস্যার জেরে বাড়ছে এই মারণ ব্যাধি। তবে কিছু ক্ষেত্রে, আগে থেকে সতর্কতা অর্জন রুখতে পারে ভয়াবহতা। মনে রাখতে হবে -
- হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেসারের প্রবণতা স্ট্রোকের অন্যতম কারণ
- ধূমপান বা অতিরিক্ত মদ্যপান উচ্চ রক্তচাপের প্রবণতা বাড়ায়
- ক্যাফাইন জাতীয় পানীয় বেশি খাওয়াও রক্তচাপ বাড়িয়ে দেয়, যা স্ট্রোকের অনুঘটক।
- ব্লাড প্রেসার কিন্তু মাসে একবার নয়, দিনে ২-৩ বার বাড়িতেই মাপতে হবে। খাতায় নোট রাখতে হবে। ডাক্তারবাবুকে BP-র তালিকা জানাতে হবে।
- কোলেস্টেরল আর লিপিড প্রোফাইল মাপতে হবে বছরে বার দুয়েক তো বটেই।
- মাদক সেবনে স্ট্রোকের প্রবণতা বাড়ে।
- অতিরুক্ত মেদ জমতে দেওয়া যাবে না শরীরে। জাঙ্ক ফুড খাওয়া কমাতে হবে।
- রোজ আধঘণ্টা হাঁটাচলা করতেই হবে
আপনার পরিবারে কি স্ট্রোকের ইতিহাস আছে ? তাহলে সাবধান ! - পূর্বপুরুষদের স্ট্রোক হয়ে থাকলে কম বয়স থেকেই সতর্ক হতে হবে।
- জানতে হবে, পরিবারের অন্যদের স্ট্রোক হয়েছিল কেন। সেই কারণটি জানা থাকলে আগে থেকে চিকিৎসা করা যেতে পারে ।
- কোনও উপসর্গকেই অবহেলা করা যাবে না। মাইল্ড স্ট্রোক হলেও তার চিকিৎসা করতেই হবে।
- হাইপারটেনশন থাকলে বাড়তি সতর্কতা নিতে হবে কম বয়স থেকেই।
- ব্লাড সুগার ধরা পড়লে সতর্কতা বাড়তে হবে ।
- উচ্চ রক্তচাপের রোগী না হলে যে স্ট্রোক হতে পারে না, এমন ভেবে নেওয়ার কারণ নেই। পরিবারে স্ট্রোকের ইতিহাস থাকলে সতর্ক থাকতেই হবে ।
পরিবারে স্ট্রোকের ইতিহাস থাকলে, কিছু কিছু আগেভাগে পরীক্ষা করিয়ে নিলে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। সময় থাকতে চিকিৎসা করিয়ে খানিকটা নিরাপদ থাকা যায়। নিয়মিত নজরে রাখতে হবে - - ব্লাড প্রেসার
- লিপিড প্রোফাইল
- সিআরপি
- ইসিজি
এই পরীক্ষাগুলি ৩৫ বছরের বেশি বয়সীদের নিয়ম করে বছরে ১-২ বার করানো প্রয়োজন। তাহলে বংশগত ভাবেও স্ট্রোকের সম্ভাবনা নিয়ন্ত্রণ সম্ভব।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement