এক্সপ্লোর
Advertisement
বুথ ফেরত সমীক্ষা: দিল্লিতে বাজিমাত করতে চলেছে আপ-ই, ৫১ থেকে ৬৫ আসনে জয়ী হতে পারে কেজরীবালের দল, বিজেপি পেতে পারে ৩-১৭ আসন
LIVE
Background
মালদহ দক্ষ লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। মালদহ দক্ষ ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 17 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 13জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে মালদহ দক্ষ লোকসভা আসনের ভোটাররা INC -র Abu Hasem Khan Chowdhury -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি BJP র Bisnu Pada Roy কে 164111 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
মালদহ দক্ষ লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) 136280 ভোট পেয়েছিলেন।
21:59 PM (IST) • 08 Feb 2020
এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষার চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, আম আদমি পার্টি পেতে পারে ৫১ থেকে ৬৫ আসন। বিজেপি জিততে পারে ৩-১৭ আসনে। কংগ্রেস পেতে পারে ০-৩ আসন।
19:44 PM (IST) • 08 Feb 2020
সবমিলিয়ে সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, দিল্লিতে ফের একবার ঝাড়ু ঝড়ে বিধ্বস্ত হতে পারে বিজেপি।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি ৪৯ থেকে ৬৩টি আসনে জয়ী হতে পারে। অর্থাত্ সহজেই কেজরীবালের দলের সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার পেরিয়ে যাওয়ার জোরাল সম্ভাবনা। গত বিধানসভা নির্বাচনে আপ ৬৭ আসন পেয়েছিল। সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, এবার আসন সংখ্যা কিছুটা কমতে পারে তাদের।
৫ থেকে ১৯টি আসন পেতে পারে বিজেপি। অর্থাত্ দিল্লি ফের একবার নরেন্দ্র মোদি-অমিত শাহের হাতের বাইরেই থেকে যেতে পারে। গত বিধানসভা নির্বাচনে তাদের প্রাপ্ত আসন ছিল ৩। এবার সেই সংখ্যা কিছুটা বাড়তে বলেই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।
অন্যদিকে, কংগ্রেস সর্বাধিক ৪টি আসন পেতে পারে। কিংবা এবারও তাদের ফের খালি হাতেই ফিরতে হতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত।
ভোট শতাংশের বিচারে বিকেল ৫টা পর্যন্ত ভোটের ভিত্তিতে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভায়, কেজরিওয়ালের আম আদমি পার্টি একাই ৫০.৪ শতাংশ ভোট পেতে পারে।বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একসময় টানা ১৫ বছর দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস এবার মাত্র ৯ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ৪.৭ শতাংশ ভোট।
19:22 PM (IST) • 08 Feb 2020
দক্ষিণ দিল্লিতেও বাজিমাত করতে পারে আপ। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, এখানে আপ পেতে পারে ৭-৯ আসন। বিজেপি পেতে পারে ০-২ আসন। কংগ্রেস এখানে একটি আসন পেতে পারে। এখানে আপ পেতে পারে ৪৬ শতাংশ ভোট, বিজেপি ৩৪ শতাংশ এবং কংগ্রেস ১৩ শতাংশ ভোট পেতে পারে।
19:16 PM (IST) • 08 Feb 2020
বুথফেরত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, উত্তর-পশ্চিম দিল্লিতেও ক্লিন সুইপ করতে চলেছে আম আদমি পার্টি। ৮ থেকে ১০ আসনে জিততে পারে দিল্লির ক্ষমতাসীন দল। অন্যদিকে, বিজেপি ২ আসন পেতে পারে। এখানে কংগ্রেসের খাতা শূন্যই থাকবে বলে সমীক্ষায় পূর্বাভাস। এখানে আপ ৪৭ শতাংশ, বিজেপি ৩৪ শতাংশ এবং কংগ্রেস ১০ শতাংশ ভোট পেতে পারে।
19:10 PM (IST) • 08 Feb 2020
উত্তর-পূর্ব দিল্লিতেও প্রতিপক্ষদের অনেকটাই পিছনে ফেলেছে আপ। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, আপ পেতে পারে ৭-৯ আসন। বিজেপি ১-৩ আসন। কংগ্রেস এখানে পেতে পারে একটি আসন। এখানে আপ ৫১ শতাংশ, বিজেপি ৩৬ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ১০ শতাংশ ভোট।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement