এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATE: অগ্নিগর্ভ অসম, বদলি গুয়াহাটি পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক
LIVE
Background
ভাদাকারা লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। ভাদাকারা ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 11 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 9জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে ভাদাকারা লোকসভা আসনের ভোটাররা INC -র Mullappally Ramachandran -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি CPM র Adv.A.N.Shamseer কে 3306 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
ভাদাকারা লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস 56186 ভোট পেয়েছিলেন।
19:01 PM (IST) • 12 Dec 2019
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তাল হওয়া অসম সহ দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলির মানুষকে টুইটারের মাধ্যমে শান্ত ও আশ্বস্ত করার চেষ্টা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করল কংগ্রেস। মোদির টুইটের পাল্টা হিসেবে বিরোধী দল লিখেছে, আপনার আশ্বাসবাণী অসমবাসীর কাছে পৌঁছচ্ছে না। কারণ, ওখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিন অসমীয়া ইংরেজিতে করা একাধিক টুইটে মোদি বলেন, ব্যক্তিগতভাবে তিনি নিজে এবং কেন্দ্র সরকার সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অসমবাসীর রাজনৈতিক, ভাষা, সাংস্কৃতিক ও ভূমি অধিকার রক্ষা করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। মোদি লেখেন, অসম ও পূর্ব ও উত্তর-পূর্বের সকল ভাই-বোনেদের আশ্বস্ত করছি, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার, পরিচয়, সংস্কৃতি ও ভাষা কেড়ে নিতে পারবে না। অসম চুক্তির ৬ নম্বর ধারা অনুযায়ী তা সংরক্ষিত। দিনে দিনে তা আরও বিকশিত, সমৃদ্ধ হবে। আমি বিশেষ করে অসমের যুবসম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, তাঁরা যেন চিন্তিত না হন। প্রধানমন্ত্রী লেখেন, আপনাদের উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে কেন্দ্র।
মোদির এই টুইটকেই কটাক্ষ করেছে কংগ্রেস। বিরোধী দল লিখেছে, আমাদের অসমিয়া ভাই বোনেরা আপনার এই আশ্বাস-বার্তা পড়তে পারবেন না মোদিজি। আপনি হয়তো ভুলে গিয়েছেন, তাঁদের ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।
19:12 PM (IST) • 12 Dec 2019
নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর থেকেই উত্তপ্ত অসমের আইনশৃঙ্খলার পরিস্থিতি হঠাৎ করে অবনতি হওয়ায়, রদবদল আনা হল অসম পুলিশে। সরিয়ে দেওয়া হয়েছে গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে। তার জায়গায় নতুন কমিশনার হয়েছেন মুন্না প্রসাদ গুপ্তা। গতকাল পর্যন্ত এসপিজি-র দায়িত্বে ছিলেন গুপ্তা। এছাড়া, এডিজি আইনশৃঙ্খলা মুকেশ অগ্রবালকে বদলি করে দেওয়া হয়েছে সিআইডিতে। নতুন এডিজি আইনশৃঙ্খলার দায়িত্ব পেয়েছেন জিপি সিংহ। এর আগে, দিল্লিতে এনআইএ-র আইজি পদে কর্মরত ছিলেন জিপি সিংহ। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয়েছে এডিজি সিআইডি এল আর বিষ্ণোইকেও। তাঁকে এডিজি (প্রশিক্ষণ ও সশস্ত্র পুলিশ) করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এডিজি এস এন সিংহ এবং ডিআইজি আনন্দপ্রকাশ তিওয়ারিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
18:53 PM (IST) • 12 Dec 2019
18:21 PM (IST) • 12 Dec 2019
নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে উত্তাল অসম সহ উত্তর-পূর্ব। কার্ফু জারি গুয়াহাটি ও ডিব্রুগড়ে। যার প্রভাব পড়ল ট্রেন ও বিমান চলাচলে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গুয়াহাটি থেকে উজান অসমগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান পরিষেবাও। গুয়াহাটি, ডিব্রুগড়গামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইন্ডিগো, ভিস্তারা, স্পাইসজেট উড়ান বাতিল করেছে। অন্যদিকে, গ্রাহকদের দিন পরিবর্তনের ফি মকুব করার কথা ঘোষণা করেছে গো এয়ার ও এয়ার এশিয়া। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের কলকাতা-ডিব্রুগড় উড়ান বাতিল করা হয়েছে।
17:56 PM (IST) • 12 Dec 2019
Load More
Tags :
CAB 2019 Tripura Citizens Ammendment Bill 2019 Army Columns Deployed Army Column Assam Rifles Cab Lok Sabha Election 2019 Assam Citizens Ammendment Billবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement