Salaar Movie Review: উপভোগ করার মতো অ্যাকশন সিকোয়েন্স, তবে অভিনয়ে কতটা মন জিততে পারলেন প্রভাস?
Salaar Movie Review Update: প্রভাসের এই ছবি দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তার আগে, একবার জেনে নিন কী বলছে এবিপি লাইভ
প্রভাস নীল
প্রভাস, শ্রুতি হাসান, মিনাক্ষী চৌধুরী, পৃথ্বীরাজ সুকুমারণ
কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে যে ক্রিসমাসে মুখোমুখি টক্কর হতে চলেছে প্রভাস (Prabhas)-এর ছবির, তা পূর্ব নির্ধারিত ছিলই। গতকাল 'ডাঙ্কি' (Dunki) মুক্তি পাওয়ার পরে, আজ মুক্তি পেল 'সালার' (Salaar)। এই ছবির মূল আকর্ষণ অবশ্যই প্রভাস হলেও শ্রুতি হাসান, মিনাক্ষী চৌধুরী, পৃথ্বীরাজ সুকুমারণ ও অন্যান্য তারকারা। প্রভাসের এই ছবি দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তার আগে, একবার জেনে নিন কী বলছে এবিপি লাইভ (ABP Live)।
ছবির গল্প
এই ছবির গল্প দুই এমন বন্ধুকে নিয়ে, বর্তমানে যাঁদের মধ্যে চূড়ান্ত শত্রুতা তৈরি হয়েছে। তাঁদের ২জনের নাম দেব ও বর্ধ। এর বাইরে আরও একটি চরিত্র রয়েছে তাঁর নাম টাট্টো। খানসার নামে একটি কাল্পনিক জায়গার গল্প এটি। এখানে নাকি সব ক্রিমিনালরা থাকে। ছবির প্রথম অধ্যায় চলে যায় রহস্য আর ছবির প্লট সাজাতেই। দ্বিতীয়ার্ধে শুরু হয় ছবির আসল অ্যাকশন। পরিচালক প্রশান্ত নীলের (Prashanth Neel)এই ছবি আপনাকে মনে করিয়ে দিতে পারে ‘বাহুবলী’ (Bahubaali)-র কথা।
কেমন হল ‘সালার’?
এই ছবিতের এক্স-ফ্যাক্টর প্রভাস। অভিনয় থেকে শুরু করে অ্যাকশন, এই দুটিই দর্শকাসনে বসিয়ে রাখতে পারে সবাইকে। এই ছবিটির আরও একটি সিক্যুয়াল রয়েছে যা প্রকাশ পাবে আগামীতে। ফলে ছবির শেষে জিইয়ে রাখা হয়েছে বেশ কিছুটা রহস্য আর প্রশ্নও। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালি আর কন্নড় ভাষায় মুক্তি পাওয়া এই ছবিকে এমন জায়গায় শেষ করা হয়েছে যা দর্শকদের দ্বিতীয় ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করবেই।
অভিনয়
প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারণ অভিনয় ভাল করলেও, এই ছবিতে তাঁরা নতুন কিছু দিতে পারেননি দর্শকদের। এর আগের ছবিগুলিতে তাঁদের এই অ্যাকশন অবতার ইতিমধ্যেই চেনা হয়ে গিয়েছে। ছবির প্রথমার্ধে শ্রুতি হাসানের চরিত্রটা বেশ স্পষ্ট থাকলেও, ঘটনায় ঘনঘটায় ছবির দ্বিতীয়ার্ধে সামান্য অষ্পষ্ট হয় দ্বিতীয়ার্ধে। মোটের ওপর অভিনেতা অভিনেত্রীদের পারফরম্যান্স বেশ ভাল, আলাদা করে নজর কেড়েছেন শ্রেয়া রেড্ডি (Shriya Reddy)।জগপতি বাবুর (Jagapati Babu) চরিত্রও ছবিতে বেশ প্রভাব বিস্তার করেছে।
পরিচালনা
দক্ষিণ ভারতীয় পরিচালক প্রশান্ত নীলের কাজ এই ছবিতে প্রশংসনীয়। দক্ষিণী ছবির ধাঁচেই গল্প বলা হয়েছে এই ছবিতে। একদিকে যেমন গল্প বলার দক্ষতা প্রকাশ পাচ্ছে গোটা ছবি জুড়ে, তেমনই দর্শকদের ধরে রাখতে পারবে এই ছবি। সেই সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের অপেক্ষাতেও থাকবেন দর্শক।
মিউজিক
এই ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘Suraj Hi Chhav Banke’ সাড়া ফেলেছিল মুক্তির পরেই। মুক্তির ১১ ঘণ্টার মধ্যেই ইউটিউবে এই গানটির লিরিক্যাল ভিডিও 1.4 million ভিউ পেয়েছিল। এছাড়া ছবির অন্যান্য গান ও আবহসঙ্গীতও ছবির মেজাজের সঙ্গে ভালই খাপ খেয়ে গিয়েছে।
এক ঝলকে ‘সালার’
এই ছবির টিকিট যে বিক্রি হবে প্রভাসের নামেই, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এই ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো প্রেক্ষাগৃহে বসে দেখার মতোই উপভোগ্য। ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখা যেতে পারে এই ছবিটা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।