Entertainment Year Ender 2023: ম্যাথু পেরি, সতীশ কৌশিক, দীনেশ ফড়নিশ ... ২০২৩-এ বিনোদন জগৎ থেকে চিরবিদায় নিলেন যাঁরা
Hollywood and Bollywood: গোটা বিশ্বের বিনোদন দুনিয়া হারাল কোন কোন প্রিয় তারকাকে? বছর শেষের আগে, হারিয়ে যাওয়া প্রিয় তারকাদের স্মৃতি ফিরে দেখল এবিপি লাইভ
কলকাতা: পায়ে পায়ে শেষের পথে ২০২৩। প্রত্যেকটা বছরই যেমন রেখে যায় অনেক স্মৃতি, তেমনই নিয়ে যায় অনেক প্রিয় মানুষদেরও। এইবছর বিনোদন দুনিয়া জুড়ে বহু নক্ষত্রপতন। প্রিয় তারকা থেকে শুরু করে ক্যামেরার পিছনের মানুষেরা, লেখনী থেকে শুরু করে সঙ্গীত... গোটা বিশ্বের বিনোদন দুনিয়া হারাল কোন কোন প্রিয় তারকাকে? বছর শেষের আগে, হারিয়ে যাওয়া প্রিয় তারকাদের স্মৃতি ফিরে দেখল এবিপি লাইভ (ABP Live)।
ম্যাথু পেরি
'Friends'-দের বোকা বানিয়ে এই বছরেই চলে গেলেন চ্যান্ডলার ওরফে ম্যাথু পেরি (Mathew Perry Death)। লস অ্যাঞ্জেলেসে বাড়ির হট-টাব থেকেই অভিনেতার সংজ্ঞাহীন (Friends Actor Mysterious Death) দেহ উদ্ধার হয়। বহু চেষ্টা করেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। দুনিয়া কাঁপানো সিটকম 'Friends'-এর অন্যতম চরিত্র চ্যান্ডলারের ভূমিকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন ম্যাথু। মাত্র ৫৪ বছর বয়সে তাঁর এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক হলিউড, শোকস্তব্ধ 'Friends' ভক্তরা।
সমীর খাখড়
এই বছরই প্রয়াত হয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সহ-অভিনেতা সমীর খাখড় (Sameer Khakhar)| দীর্ঘদিন ধরে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। ৭১ বছর বয়সে মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ার ফলে মৃত্যু হয় সমীরের। 'সার্কাস' ছাড়াও 'নুক্কড়' ধারাবাহিকেও অভিনয় করেছেন সমীর। মুম্বইয়ের বোরিভালিতে এম এম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সমীরকে। তাঁর শ্বাসকষ্ট ছিল| 'নুক্কড়' ধারাবাহিকে সমীর অভিনীত চরিত্রের নাম ছিল খোপড়ি। বেশ জনপ্রিয় হয়েছিল সেই চরিত্র।
সতীশ কৌশিক
চলতি বছরের মার্চ মাসেই দুঃসংবাদ। খবরই প্রথম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অনুপম খের। ২০২৩ কেড়ে নিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক সতীশ কৌশিককে। কেবল পরিচালক বা অভিনেতা বললে বোধহয় সঠিকভাবে বিবরণ করা যায় না সতীশ কৌশিককে। তিনি কমেডি অভিনয় করেছেন চুটিয়ে। আবার তাঁকে দেখা গিয়েছে দুঁদে ভিলেনের চরিত্রেও। তিনি ছিলেন পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক। তাঁর উপহার দেওয়া 'তেরে নাম' (Tere Naam) বা মিস্টার ইন্ডিয়া (Mr. India) -র ছবি চিরকাল মনে রাখবেন দর্শক।
নীতেশ পাণ্ডে
২০১৩ সালে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে। মূলত ছোটপর্দার পরিচিত মুখ হলেও, তিনি কাজ করেছেন বড়পর্দাতেও। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫১। ২৩ মে, মঙ্গলবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর প্রয়াণের খবরে তাঁর সহকর্মীদের পাশাপাশি শোকস্তব্ধ অনুরাগীরাও। জানা যায়, নাসিকের কাছে ইগতপুরীর এক হোটেলে অনেক রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা । তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
জুনিয়র মাহমুদ
বছরের শেষে বলিউড হারিয়েছে আরও এক প্রতিভাবান শিল্পীকে। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ (Naeem Sayyed)। চলচ্চিত্র জগত তাঁকে চেনে 'জুনিয়র মেহমুদ' (Junior Mehmood) নামেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না। না ফেরার দেশে চলে গেলেন মেহমুদ।
দীনেশ ফড়নিশ
'সিআইডি'-র ফ্রেডিকে মনে আছে নিশ্চয়ই! ৯০-এর দশকের যে ছোটরা মজে থাকত গোয়েন্দা গল্প, কেস সলভের বাঁধুনিতে.. তাদের ভোলার কথাই নয় টিমের মধ্যে থাকা অফিসার ফ্রেড্রিকস। একদিকে যেমন তার ছিল জটিল কেস সমাধান করার ক্ষমতা, বীরত্ব.. তেমনই আবার টিমের মেজাজ হালকা রাখতেও তার জুড়ি মেলা ভার। বিভিন্ন কাজে যেমন বকুনি জুটত তাঁর কপালে, তেমনই কখনও এসিপি প্রদ্যুমনের সামান্য প্রশংসাতেই সে গলে জল। ছোটপর্দায় দীর্ঘদিন ধরে এই চরিত্রে যে অভিনেতা সফলভাবে অভিনয় করেছেন, তিনি দীনেশ ফাড়নীশ। অভিনেতার বর্তমান বয়স ৫৭ বছর। ২০২৩ কেড়ে নিল টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতাকেও।
হ্যারি বেলাফন্তে
চলতি বছরেই প্রয়াত কিংবদন্তি মার্কিন সঙ্গীতশিল্পী, অভিনেতা, সমাজকর্মী হ্যারি বেলাফন্তে (Harry Belafonte)। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। 'কনজেস্টিভ হার্ট ফেইলিওর' (congestive heart failure) হয়ে মৃত্যু হয়েছে তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল 'ব্যানানা বোট সং' খ্যাত শিল্পীর। বেলাফন্টে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক অধিকারের জন্য, দারিদ্র্যের বিরুদ্ধে প্রচারাভিযান, আফ্রিকায় বর্ণবাদ সহ ষাটের দশকে বিভিন্ন উদ্যোগে অর্থ বিনিয়োগের জন্যও পরিচিত ছিলেন। তিনি আজীবন বামপন্থী রাজনীতির সমর্থক এবং ফিদেল কাস্ত্রো এবং উগো চাভেসের মতো চ্যাম্পিয়নদের সমর্থক ছিলেন। সফল ক্যারিবিয়ান-আমেরিকান পপস্টারদের অন্যতম, হ্যারি বেলাফন্তে আরও একটি বিশেষ কারণে খ্যাতি পান। তিনিই প্রথম আন্তর্জাতিক শ্রোতার কাছে জামাইকান মেন্টো লোকগীতি পরিবেশন করেন। ১৯২৭ সালে হারলেমে জন্ম নেন হেরল্ড জর্জ বেলানফন্টি জুনিয়র। ছোটবেলায় দারিদ্র ছাড়াও তাঁকে লড়াই করতে হয় ডিসলেক্সিয়ার সঙ্গেও।
সিদ্দিকি
২০২৩ সাল বিনোদন দুনিয়া থেকে অসময়ে কেড়ে নিল মালয়লম ছবির জনপ্রিয় পরিচালক সিদ্দিকিকে (Director Siddique Passes Away)। ৭ অগাস্ট সোমবার, হৃদরোগে (cardiac arrest) আক্রান্ত হলে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। সিদ্দিকি মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম। এছাড়া তিনি হিন্দিতে সলমন খানের অত্যন্ত জনপ্রিয় ছবি 'বডিগার্ড'ও পরিচালনা করেছিলেন। ১৯৮৯ সালে তাঁর মালয়লম ছবি 'রামজি রাও স্পিকিং' তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। তাঁর সর্বশেষ কাজ ছিল 'বিগ ব্রাদার'।
মাইকেল গ্যাম্বন
হ্যারি পটারের ম্যাজিক দুনিয়ায় ভেসেছেন অথচ অভিনেতা মাইকেল গ্যাম্বনকে চেনেন না , এ অসম্ভব। এই বছর কেড়ে নিল হগওয়ার্টের সেই যাদুকর ডাম্বেলডোরকে। ২০২৩ সালে প্রয়াত হলেন অভিনেতা মাইকেল গ্যাম্বন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।