OMG 2 Review: বাচ্চাদের জন্য কতটা জরুরি 'সেক্স এডুকেশন'? অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠীর ছবি 'ওএমজি ২' শেখাবে সেই কথাই
OMG 2: এক কথায় এই ছবি দুর্দান্ত। প্রথম দৃশ্য থেকেই রয়েছে টানটান উত্তেজনা। এমন একটাও দৃশ্য নেই যেখানে আপনি বিনোদন পাবেন না। একটার পর একটা এমন দৃশ্য আসবে যেখানে আপনি হাততালি দেবেন।
অমিত রাই
পঙ্কজ ত্রিপাঠী, অক্ষয় কুমার
OMG 2 Review: সেক্স এডুকেশন কি বাচ্চাদের জন্য জরুরি? যৌনতা সম্পর্কে আলোচনা করা কি খারাপ? এই বিষয়ে নির্মিত ছবি 'ওএমজি ২' একটি অসাধারণ ছবি। অনেকদিন পর এমন একটা সিনেমা দেখলাম যেখানে কোনও ত্রুটি নেই। ছবির গল্পের লেখনী অসাধারণ। ছবিতে এমন অনেক দৃশ্য ছিল যেখানে দর্শকদের হাততালিতে ফেটে পড়েছে সিনেমা হল।
গল্প- এই ছবি গল্প এক শিব ভক্তের, যাঁর নাম কান্তি শরণ মুদগল। এই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। তাঁর ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে এমন একটি কাজ করেছে যা সঠিক নয়। এরপর বদনাম হওয়ার ভয়ে শহর ছেড়ে চলে চায় কান্তি শরণের পরিবার। সেই সময়েই ত্রাতা হয়ে আসেন মহাদেবের দূত অক্ষয় কুমার। তিনিই কান্তি শরণ মুদগলের পরিবারকে শহর ছেড়ে যাওয়ার ব্যাপারে আটকান। এরপর শুরু হয় লড়াই। ছেলের স্কুলের বিরুদ্ধে আদালতে মামলা করেন পঙ্কজ ত্রিপাঠী। স্কুলে সেক্স এডুকেশন চালু করার ব্যাপারে আর্জি জানান তিনি। সেই সঙ্গে দাবি তোলেন যে তাঁর ছেলেকে স্কুলে ফিরিয়ে নেওয়া হোক। স্কুলে সেক্স এডুকেশন কেন জরুরি সেই ভিত্তিতেই তৈরি হয়েছে এই সুন্দর সিনেমাটি।
অভিনয়- শিব ঠাকুর অর্থাৎ মহাদেবের দূতের চরিত্রে অভিনয় করেছে অক্ষয় কুমার। তাঁকে দেখতেও লেগেছে চমৎকার। সিনেমায় অক্ষয়ের চরিত্র বেশ কম সময়ের, আর সেটাই এই চরিত্রের বিশেষত্ব। যেখানে প্রয়োজন সেখানেই হাজির হন মহাদেবের এই দূত আর তারপর রাজ করেন তিনি। যেটুকু সময় পর্দায় থেকেছেন সেটুকু সময় দর্শকদের মাতিয়ে রেখেছেন অক্ষয় কুমার। অন্যদিকে কান্তি শরণ মুদগলের চরিত্রে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। তাঁর অভিনয় এতটাই নিখুঁত যে কোথাও কোনও ত্রুটি পাওয়া যাবে না। আইনজীবীর চরিত্রে ইয়ামি গৌতমও অসাধারণ। বিচারপতির চরিত্রে পবন মালহোত্রাও যথাযোগ্য। পঙ্কজ ত্রিপাঠীর স্ত্রী এবং সন্তানদের চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের কাজও যথেষ্ট ভাল।
কেমন হয়েছে এই সিনেমা- এক কথায় এই ছবি দুর্দান্ত। প্রথম দৃশ্য থেকেই রয়েছে টানটান উত্তেজনা। এমন একটাও দৃশ্য নেই যেখানে আপনি বিনোদন পাবেন না। একটার পর একটা এমন দৃশ্য আসবে যেখানে আপনি হাততালি দেবেন। আদালতের দৃশ্যগুলো অসামান্য। মাঝে মাঝে যে কমেডির ছোঁয়া রয়েছে তা দর্শকদের যেমন হাস্যরস দেবে, হাসাবে, তেমনই সমাজের তৈরি করা ভুল নিয়মকানুন চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দেবে। আপনাকে অনেক কিছু শেখাবে এই সিনেমা। এই সিনেমাকে 'এ' অর্থাৎ অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু বাচ্চাদের জন্য সেক্স এডুকেশন কতটা জরুরি তা নিয়েই তৈরি হয়েছে ছবি। আর এই সিনেমা দেখতে দেখতে আপনার এও মনে হবে যে ছবিটি বাচ্চাদেরও দেখা উচিত। এই ছবিতে শিবের দূত বা বার্তাবাহকের চরিত্রে দেখানো হয়েছে অক্ষয় কুমারকে। এই নিয়ে কোনওপ্রকার বিবাদ হয়নি। যেখানে যেখানে শিবের বেশভূষায় অক্ষয় কুমারকে দেখানো হয়েছে, সেগুলো যুক্তিযুক্ত ভাবে বোঝানোও হয়েছে।
পরিচালনা- অমিত রাইয়ের পরিচালনা খুবই ভাল। পরিচালকই লিখেছেন ছবির গল্প। সিনেমা নির্মাণে বেশ পটু তিনি। তাঁর লেখনীই সেকথা বলে দিচ্ছে। এই সিনেমার বিশেষত্ব হল গল্প এবং তার লেখনী। এই প্রসঙ্গে যত প্রশংসাই করা হোক না কেন তা কম।
নিখুঁত বলে কিছু হয় না। সবক্ষেত্রেই আরও ভাল করার, উন্নতি করার জায়গা থাকে। তবে সাম্প্রতিক সময়ে 'ওএমজি ২' নিঃসন্দেহে একটি দুর্দান্ত ছবি যা সকলের দেখা উচিত। কারণ এই সিনেমা আপনাকে প্রতি মুহূর্তে অনেক কিছু শেখাবে।
রেটিং- ৫- এ ৪ স্টার