উত্তরপ্রদেশে আত্মনির্ভর রোজগার অভিযানের সূচনা মোদির, লক্ষ্য ১২৫ দিনে ১.২৫ কোটি কর্মসংস্থান
লকডাউনের সময়ে প্রায় ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে ফিরেছেন...
নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারীর সময় উত্তরপ্রদেশে কর্মহীন হয়ে পড়া, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কর্মসংস্থান প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের মাধ্যমে ১২৫ দিনের এই বিশেষ অভিযানে কর্মহীনদের জন্য আয়ের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেই সূত্রে এদিন সকালে আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার অভিযান-এর সূচনা করেন প্রধানমন্ত্রী। গত ২০ তারিখ দেশের ৬ রাজ্যের ১১৬ জেলায় গরিব কল্যাণ রোজগার অভিযান শুরু করেছিলেন মোদি। এদিনের প্রকল্পটি তারই অন্তর্গত। এই প্রেক্ষিতে উত্তরপ্রদেশের ৬ জেলার গ্রামবাসীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথাও বলেন। লকডাউনের সময়ে প্রায় ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশে ফিরেছেন। তাঁদের জন্য কাজের ব্যবস্থা করা হবে এই প্রকল্পের আওতায়। উত্তরপ্রদেশের ৩১ জেলা এই প্রকল্পের আওতায় আসবে। ২৫টি বিভিন্ন বিভাগে কাজের বন্দোবস্ত করা হবে। দাবি, এর ফলে প্রায় ১.২৫ কোটি শ্রমিক কাজ পাবেন। প্রকল্পের আওতায় প্রতিদিন গড়ে ৬০ লক্ষ শ্রমিক কাজ করবেন। ফলত, মহাত্মা গাঁধী গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনার আওতায় ১০.০৬ কোটি কর্মদিবস উৎপন্ন হবে। এই প্রকল্পের আওতায় ২.৪০ লক্ষ শিল্পকে ৫,৯০০ কোটি টাকা এবং অতিরিক্ত ১.১১ লক্ষ শিল্পকে ৩,২২৬ কোটি টাকা বণ্টন করা হবে।