এক্সপ্লোর
Advertisement
কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃত মহিলা ক্লাবের ১০ সদস্য, আহত ৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর দফতরের
শুক্রবার সকালে দাবাঙ্গেরের থেকে গোয়ার উদ্দেশে রওনা দেন ওই মহিলা ক্লাবের সদস্যরা। ঠিক ছিল ধারওয়ারে হয়ে গোয়া যাবেন তাঁরা। ধারওয়ারে হোটেলে গিয়ে জলখাবার করার কথা ছিল। কিন্তু তাঁর আগেই সব শেষ।
ধারওয়ারে: কর্নাটকের ধারওয়ারে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। মৃতদের মধ্যে ১০ জন মহিলা ক্লাবের সদস্য। মৃতদের মধ্যে আছেন ৪ চিকিৎসক এবং গাড়ির চালক। ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
পুলিশ জানিয়েছে, ওই মহিলারা প্রত্যেকই ছোটবেলার বন্ধু। গোয়া যাওয়ার জন্য বেড়িয়েছিলেন তাঁরা। একটি টেম্পোতে ধারওয়ার হয়ে গোয়া যাচ্ছিলেন দাবাঙ্গেরের ওই মহিলা ক্লাবের সদস্যরা। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ফলে মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার সকালে দাবাঙ্গেরের থেকে গোয়ার উদ্দেশে রওনা দেন ওই মহিলা ক্লাবের সদস্যরা। ঠিক ছিল ধারওয়ারে হয়ে গোয়া যাবেন তাঁরা। ধারওয়ারে হোটেলে গিয়ে জলখাবার করার কথা ছিল। কিন্তু তাঁর আগেই সব শেষ। পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হুবলির সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারওয়ারে পুলিশ জানিয়েছে, অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎই মুখোমুখি এসে যায় আরেকটি ট্রাক। ঘটনস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত হয়েছেন ৫ জন। চোট লেগেছে ৩ জনের। ধারওয়ারে হোটেল মালিক বলেন, আমরা ওঁদের জন্য জলখাবারের বন্দোবস্ত করেছিলাম। কিনত্ু পথ দুর্ঘটনার ঘটনায় আমরা হতবাক।
জেলা পুলিশ জানিয়েছে, ধারওয়ার শহর থেকে ৮ কিলোমিটার দূরে ইট্টাগাট্টি ক্রোস রোডে ঘটনাটি ঘটেছে। আহতদের প্রত্যেককে হুবলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক আহতকে স্থানান্তর করা হয়েছে দাবাঙ্গেরের এক হাসপাতালে। ৩২ কিলোমিটার হুবলি-ধারওয়ার বাইপাস একটি লেনের। রাস্তা একাধিক জায়গায় সুরু হয়ে গিয়েছে। যা দুর্ঘটনাপ্রবণ। স্থানীয়দের অভিযোগ ওই অঞ্চলে আগেও দুর্ঘটনা ঘটেছে। কিন্তু রাস্তা সংস্কারের কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এই ঘটনা নিয়ে ট্যুইট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, কর্নাটকের ধারওয়ারে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement