এক্সপ্লোর
Advertisement
ডিসেম্বরে করোনা টিকার ১০০ মিলিয়ন ডোজ, জানাল সিরাম
আগে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া জানিয়েছিল, ২০২১ সালের জানুয়ারিতে করোনার টিকা পাওয়া যাবে।
পুনে: করোনা টিকা কোভিশিল্ডের উৎপাদন বাড়াল সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। একথা জানালেন সিরাম প্রধান আদার পুনাওয়ালা। গত বৃহস্পতিবারই জানা গিয়েছিল চার কোটি ডোজ ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তারা। এবার তা আরও বাড়ানো হচ্ছে। সব ঠিকঠাক চললে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০০ মিলিয়ন টিকার ডোজ পাওয়া যাবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।
করোনার প্রতিষেধক তৈরির জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সিরাম। সিরামের তরফে জানা গিয়েছে ১০০কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। পুনাওয়ালা জানিয়েছেন পরের বছরের প্রাথমিক অনুমোদনের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলির পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সমর্থিত দেশগুলি ৫০:৫০ রেশিওর ভিত্তিতে আরও প্রতিষেধক উৎপাদন ও ভাগ করে নেওয়ার সুযোগ পাবে।
আগে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া জানিয়েছিল, ২০২১ সালের জানুয়ারিতে করোনার টিকা পাওয়া যাবে। ভারতে যাতে এই টিকার ডোজ তাড়াতাড়ি পাওয়া যায় সেদিকে সিরাম ও আইসিএমআর নজর দিচ্ছে বলেও জানিয়েছিলেন পুনাওয়ালা। কোভিশিল্ডের দ্বিতীয় দফায় পরীক্ষামূলক প্রয়োগের ফল আশাব্যঞ্জক। তাই এবার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ পর্ব। তৃতীয় দফার ট্রায়ালে জন্য ১৬০০ জন স্বেচ্ছাসেবকের নামও নথিভুক্ত হয়ে গিয়েছে। দেশের ১৫টি সেন্টারে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। গোটা পর্বে সহযোগিতা করছে আইসিএমআর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement