শতবর্ষ পার করেও করোনাজয়ী আলিপুরদুয়ারের বাসমতী
দুঃশ্চিন্তায় ছিলেন চিকিৎসকরা, কিন্তু হাল ছাড়েননি কেউই...
আলিপুরদুয়ার: শতবর্ষ পার করেও যে করোনা যুদ্ধে জয়ী হওয়া যায়, তার প্রমাণ আগেই পেয়েছেন বিশ্ববাসী। এবার তা করে দেখালেন রাজ্যের এক বাসিন্দা। নাম, বাসমতী কুসুয়া। বয়স, ১০০ পার। বাড়ি, আলিপুরদুয়ারের ডারাগাঁও গ্রামে। শতবর্ষ পার করেও করোনাজয়ী বাসমতী!
পরিবার সূত্রে খবর, গত ১৭ অগাস্ট শ্বাসকষ্ট শুরু হওয়ায় বৃদ্ধাকে জয়গাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। পরীক্ষায় ধড়া পড়ে, করোনা পজেটিভ। শতবর্ষ পার করা বৃদ্ধাকে নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় তোপসিখাতা কোভিড হাসপাতালে।
কিন্তু এই বয়সে কি করোনাকে জয় করতে পারবেন বৃদ্ধা? দুঃশ্চিন্তায় পড়েন কোভিড হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু হাল ছাড়েননি কেউ। অবশেষে করোনাকে জয় করেছেন ১০০ বছর পার করা বাসমতী।
মঙ্গলবার পুষ্পস্তবক দিয়ে বৃদ্ধাকে শুভেচ্ছা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। তারপর তিনি পরিজনদের সঙ্গে রওনা হন বাড়ির উদ্দেশে।