Ratan Tata: 'আজও দগদগে ১৩ বছর আগের ক্ষত', মুম্বই হামলার স্মৃতিতে রতন টাটা
13 years of 26/11 Mumbai Attack: জঙ্গিদের গুলি, বোমার আঘাতে রক্তাক্ত হয়েছিল মুম্বই। রক্তস্নাত হয়েছিল বাণিজ্য নগরীর অন্যতম প্রাণকেন্দ্র 'তাজ মহল হোটেল'।
মুম্বই: ১৩ বছর অতিক্রান্ত মুম্বই হামলার (Mumbai Attack)। সেই ভয়ঙ্কর দিন! জঙ্গিদের গুলি, বোমার আঘাতে রক্তাক্ত হয়েছিল মুম্বই। রক্তস্নাত হয়েছিল বাণিজ্য নগরীর অন্যতম প্রাণকেন্দ্র 'তাজ মহল হোটেল' (Taj Mahal Hotel)। ১৩ বছর পেরিয়েছে... কাসভের ফাঁসি, মুম্বই হামলার মাস্টারমাইন্ডের জেল, তাজ হোটেলের পুনর্নির্মাণ, সিনেমা, ডকুমেন্টারি... কত কী হয়েছে। কিন্তু এই ক্ষতের গভীরতা এতটাই যে ১৩ বছর পেরিয়েও তা একইভাবে নাড়া দিয়ে যায়।
সেই হামলায় নিহতের প্রতি আজ শ্রদ্ধা জানিয়েছেন সকলেই। শ্রদ্ধা জানিয়েছেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটাও (Ratan Tata)। অশীতিপর শিল্পপতি তাজ হোটেলের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "১৩ বছর আগে যে ক্ষত তৈরি হয়েছিল তা আজও রয়ে গিয়েছে, পূরণ করা যায়নি।"
২৬/১১ (Attack 26/11) এর স্মৃতি উসকে রতন টাটা লেখেন, "আজ থেকে ১৩ বছর আগে আমরা যে আঘাত সহ্য করেছি, তা কখনই পূরণ করা যাবে না। আমরা এগিয়ে চলেছি সেই হামলার স্মৃতিকে সঙ্গে নিয়েই। যে মানসিকতা নিয়ে আমাদের ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সেটিই আজ আমাদের শক্তির উৎস হয়ে উঠেছে। যাঁদের আমরা হারিয়েছি তাঁদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা রইল।"
১৩ বছর আগের সেই সন্ধের স্মৃতি এখনও টাটকা দেশবাসীর মনে। আরব সাগর পেরিয়ে মুম্বইয়ে ঢুকে সশস্ত্র জঙ্গিরা প্রথমে তাজ হোটেলে হামলা চালায়। তারপর একে একে সন্ত্রাসবাদীরা ছড়িয়ে পড়েছিল লিওপোল্ড কাফে, নরিম্যান হাইস, ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, কামা হাসপাতালের মতো শহরের একাধিক জায়গায়। এরপর টানা চার দিনের সন্ত্রাসাবাদী আক্রমণ। আর এই হামলায় নিহত হন ২৮ জন বিদেশ নাগরিক-সহ ১৬৪ জন। আহত হন ৩০৮ জন। সংশ্লিষ্টরা বেঁচে গেলেও অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
সেই হামলায় শহিদদের স্মরণ করে এদিন শ্রদ্ধা জানানো হয় মুম্বইতে। মহারাষ্ট্রের গভর্নর ভগত সিংহ কোশিয়ারি, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।