Anantnag Encounter:সেনা অফিসার-পুলিশকর্তার মৃত্যুতেও থামেনি অশান্তি, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ জখম ২ জওয়ান
Army Intensifies Anti Terror Op:বৃহস্পতিবার রাতের দিকে খবর আসে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার ঘন জঙ্গলে সেনা-পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের যে সংঘর্ষ চলছে, তাতে আরও ২ জন সেনা জওয়ান জখম হয়েছেন।

শ্রীনগর: দুই সেনা অফিসার ও এক পুলিশকর্তার মৃত্যুতেও রক্তপাত থামেনি জম্মু ও কাশ্মীরে। (Jammu and Kashmir) বৃহস্পতিবার রাতের দিকে খবর আসে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার ঘন জঙ্গলে সেনা-পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের যে সংঘর্ষ চলছে, তাতে আরও ২ জন সেনা জওয়ান জখম হয়েছেন। (Anantnag Encounter)
আর যা...
মঙ্গলবার রাত থেকে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ও পুলিশ সম্মিলিত ভাবে সন্ত্রাসবাদীদের খোঁজে অভিযান শুরু করে। বুধবার সকালে দু'পক্ষের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ দেখা দেয়। চিনার কর্পসের জেনারেল অফিসার কম্যান্ডিং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং 'ভিক্টর ফোর্স'-এর জেনারেল অফিসার কম্যান্ডিং মেজর জেনারেল বলবীর সিংহ গোটা অভিযান তত্ত্বাবধান করছেন। তাঁদের অঙ্গীকার, কোনও ভাবেই জঙ্গিদের ছাড়া হবে না। সন্ত্রাসদমনে একেবারে অত্য়াধুনিক অস্ত্র ও ডিভাইস ব্যবহার করা শুরু করেছে ভারতীয় সেনা ও পুলিশ। জঙ্গিদের যাতে নিখুঁত ভাবে শেষ করা যায়, সেটাই এই অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহারের প্রধান লক্ষ্য। তাৎপর্যপূর্ণভাবে গত ৪০ ঘণ্টা ধরে চলতে থাকা এই অভিযানে 'হেরন' ড্রোনও ব্যবহার করা হচ্ছে।
যাঁরা চলে গেলেন...
সূত্রের খবর, মঙ্গলবার রাতে ২-৩ জন জঙ্গির খোঁজে অনন্তনাগ জেলার গারোল গ্রামে যৌথ অভিযান শুরু করে সেনা ও পুলিশ। তার পরই তীব্র সংঘর্ষ। সন্ত্রাসবাদীদের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে বুধবার প্রাণ হারান দুই সেনা অফিসার ও পুলিশের উচ্চপদস্থ কর্তা। কর্নেল মনপ্রীত সিংহ ও মেজর আশিস ধোনাক, ভারতীয় সেনাবাহিনীর এই দুই সদস্য প্রাণ হারান তাতে। মারা যান পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটও। তিন জনের সাহায্যার্থে বিপুল 'রিইনফোর্সমেন্ট' পাঠানো হয়েছিল। কিন্তু তুমুল গুলির লড়াইয়ের মাঝ থেকে তাঁদের উদ্ধার করা যায়নি। বুধবারের হামলার দায়স্বীকার করেছে 'লস্কর-ই-তইবা'-র শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।সেপ্টেম্বরের গোড়ায় পাক অধিকৃত কাশ্মীরে 'দ্য রেজিস্ট্যান্স, ফ্রন্ট'-এর নেতা রিয়াজ আহমেদকে হত্যার বদলা হিসেবেই এই হামলা, দাবি তাদের। গোয়েন্দা সূত্রে অবশ্য খবর, গত এপ্রিলে, পুঞ্চ-এ ৫ সেনা জওয়ানের উপর হামলার নেপথ্যে জঙ্গিদের যে মডিউল কাজ করেছিল, বুধবারের হামলাও তাদেরই কাজ।বুধবারের এই ঘটনার পর বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, তারা লস্করের ২ জন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেছে। এক জন জঙ্গির নাম উজেইর খান, জানাচ্ছে পুলিশ। সেই জঙ্গি দমন অভিযান ঘিরেই আপাতত উপত্যকা জুড়ে টানটান উত্তেজনা। তার মধ্যেই ভেসে আসছে বিলাপের শব্দ, সব হারানোর কান্না। নিহত ২ ভারতীয় সেনা অফিসার ও পুলিশকর্তার স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছে খুদেরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
