এক্সপ্লোর
৫ মাস পর উপত্যকায় ফিরল টু-জি মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা
প্রায় ৫ মাস পর শনিবার থেকে কাশ্মীরে স্বাভাবিক হল মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড পরিষেবা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে উপত্যকার ২০ টি জেলায় ইন্টারনেট ব্যবহার করা যাবে এদিন থেকে। প্রি-পেইড ও পোস্ট-পেইড মোবাইলে টু-জি ইন্টারনেট ব্যবহার করা যাবে।
![৫ মাস পর উপত্যকায় ফিরল টু-জি মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা 2G Internet, Broadband Services Being Restored In Kashmir From Today ৫ মাস পর উপত্যকায় ফিরল টু-জি মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/25152916/kashmir-internet.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর : প্রায় ৫ মাস পর শনিবার থেকে কাশ্মীরে স্বাভাবিক হল মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড পরিষেবা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে উপত্যকার ২০ টি জেলায় ইন্টারনেট ব্যবহার করা যাবে এদিন থেকে। প্রি-পেইড ও পোস্ট-পেইড মোবাইলে টু-জি ইন্টারনেট ব্যবহার করা যাবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত সরকার অনুমোদিত ৩০১টি ওয়েবসাইটই সার্ফ করতে পারবেন উপত্যকাবাসী। গত অগাস্টে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই বন্ধ ছিল ইন্টারনেট। সূত্রের খবর, সার্চ ইঞ্জিন সহ, ব্যাঙ্কিং, শিক্ষা, ভ্রমণ, নিয়োগ ইত্যাদি সংক্রান্ত সাইটগুলিই খোলা যাবে আপাতত। টেলিকম সার্ভিস প্রোভাইডারদের তরফে সিম কার্ডের গ্রাহকদের তথ্যের ভেরিফিকেশন চালানো হবে নিয়ম মতোই।
এর আগে ১৪ জানুয়ারি বান্দিপুরা ও কুপওয়ারাতে লো স্পিড টু-জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমতি দেয় সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)