এক্সপ্লোর
Advertisement
নতুন করে করোনা-সংক্রমণ অনেক বৃদ্ধির কারণ জামাত সদস্যদের ছড়িয়ে পড়া, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের, তবে এটা ‘জাতীয় প্রবণতা’ নয়
অগ্রবাল বলেন, যেসব রাজ্য সংক্রমণের খবর দিয়েছে, তাদের বিজ্ঞপ্তি দিয়ে সংক্রামিতদের সংস্পর্শে আসা লোকজনকে খুঁজে বের করে টেস্ট করাতে ও কোভিড ১৯ এর লক্ষণ দেখা যাচ্ছে, এমন সবাইকে কোয়ারেন্টিন পরিষেবা থাকা জায়গায় বা হাসপাতালে পাঠাতে বলা হয়েছে।
নয়াদিল্লি গত ২৪ ঘন্টায় দেশে নোভেল করোনাভাইরাসে নতুন করে সংক্রমণের ৩৮৬টি ঘটনা প্রকাশ্যে এল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব অগ্রবাল আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশে কোভিড ১৯ সংক্রমণের সংখ্যা ১৬৩৭টি, যার মধ্যে ২৪ ঘন্টায় নতুন করে ৩৮৬ জনের আক্রান্ত হওয়ার খবর এসেছে। সম্ভবত, একদিনে এটাই সবচেয়ে বেশি সংক্রমণের সংখ্যা। যদিও অগ্রবালের তা সত্ত্বেও দাবি, সংক্রমণ পজিটিভ হওয়ার এই বৃদ্ধি জাতীয় প্রবণতা নয়, অর্থাত দেশের সর্বত্র একই হারে সংক্রমণ বাড়ছে না। তিনি তবলিগি জামাতের সদস্যদের প্রসঙ্গ টানেন। ওদের দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়া সংক্রমণ বৃদ্ধির মূল কারণগুলির অন্যতম বলে দাবি করেন তিনি।
অগ্রবাল বলেন, যেসব রাজ্য সংক্রমণের খবর দিয়েছে, তাদের বিজ্ঞপ্তি দিয়ে সংক্রামিতদের সংস্পর্শে আসা লোকজনকে খুঁজে বের করে টেস্ট করাতে ও কোভিড ১৯ এর লক্ষণ দেখা যাচ্ছে, এমন সবাইকে কোয়ারেন্টিন পরিষেবা থাকা জায়গায় বা হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। সরকার করোনাভাইরাস অতিমারী মোকাবিলায় যেসব প্রয়োজনীয় পদক্ষেপ করেছে, সেগুলি জানাতে গিয়ে অগ্রবাল বলেন, রেলওয়ে ২০ হাজার ট্রেনের কামরার চেহারা বদলে ৩.২ লক্ষ আইসোলেশন শয্যা তৈরি করছে। ৫ হাজার কামরার চেহারা বদলের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি টেস্টিং কিট, ওষুধপত্র, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম পাঠানো শুরু করে দিয়েছে ‘লাইফলাইন’ বিমান ফ্লাইট।
.
সারা দেশে এপর্যন্ত মোট ৪৭৯৫১টি কোভিড ১৯পরীক্ষা করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সিনিয়র বিজ্ঞানী আর গঙ্গা কেতকর। দেশে ১২৬টি ল্যাব আছে সংস্থার, ৫১টি বেসরকারি ল্যাবকেও করোনাভাইরাস সংক্রমণের টেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement