Ahmedabad News: অবৈধভাবে বসবাসের অভিযোগ, আমেদাবাদে আটক ৫০ জন বাংলাদেশি
Bangladeshi Nationals Detained: অবৈধভাবে গুজরাটে বসবাস করছিল। খবর পেয়ে ৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।
আমেদাবাদ: ভারতের বিভিন্ন জায়গায় নানা সময়ে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের (Bangladeshi nationals) আটক করে পুলিশ। শুক্রবার গুজরাটে সেইরকম ৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করল আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ (Ahmedabad Crime Branch)। তারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করছিল বলে জানা গেছে।
Gujarat | Crime Branch has detained 50 Bangladeshi nationals living illegally in Ahmedabad, more than 200 people are being questioned: Ajit Rajian, DCP Crime Branch Ahmedabad
— ANI (@ANI) October 25, 2024
এপ্রসঙ্গে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার অজিত রাজিয়ান জানান, ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা আমেদাবাদ থেকে ৫০ জন বাংলাদেশিকে আটক করেছেন। তারা আমেদাবাদে অবৈধভাবে বসবাস করছিল। পাশাপাশি ২০০ জনের বেশি মানুষকে জেরা করা হয়েছে।
গত ২১ অক্টোবর প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুনে জেলার কারেগাঁও এলাকায় বসবাস করছিল ওই বাংলাদেশি নাগরিকরা। গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাস-বিরোধী শাখা ও রঞ্জনগাঁও এমআইডিসি পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় কারেগাঁও এলাকায়। সেখান থেকেই আটক হয় ২১ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন ট্রান্সজেন্ডার ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আটকদের কাছ থেকে জাল ভারতীয় ভোটার আইডি কার্ড, ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড বাজেয়াপ্ত হয়েছে। পুনে পুলিশ আলাদাভাবে এই ঘটনার তদন্ত করছে।
কিছুদিন আগে ত্রিপুরাতেও পুলিশ অভিযান চালিয়ে ১৮ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বসবাস করার জন্য গ্রেফতার করেছে। তাদের সাহায্য করার জন্য গ্রেফতার হয়েছে পাঁচজন ভারতীয় নাগরিকও।
প্রসঙ্গত উল্লেখ্য, মাঝে মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে অনেক বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় পুলিশ। তবে বাংলাদেশে সরকার বদলের পর থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ ও বসবাসকারী মানুষের সংখ্যা আগের থেকে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। বিভিন্ন রাজ্যের পুলিশ নির্দিষ্ট খবরের ভিত্তিতে নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে বসবাস করার জন্য ইতিমধ্যে অনেক বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আরও তল্লাশি চালানো হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।