Independence Day 2023: স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি, লালকেল্লায় আমন্ত্রিত ৫০ জন নার্স
Independence Day Celebration 2023: ৭৭তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় সেনার তিন বাহিনীর অভিবাদন গ্রহণের পর জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
কলকাতা: আজ স্বাধীনতা দিবস (Independence Day 2023)। সকাল ৭টায় লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নার্সরা। মোট ১৮০০ বিশেষ অতিথির তালিকায় রয়েছে নার্সরাও। সারা দেশ থেকে মোট ৫০ জনকে নার্সকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের পরিবারকেও। শুধু নার্সই নয়, সমাজে কোনও কোনওভাবে অবদান রয়েছে এমন বিভিন্ন পেশার সঙ্গে যুক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।
স্বাধীনতা দিবসে ৫০ জন নার্সকে আমন্ত্রণ: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি (Delhi)৷ ৭৭তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় সেনার তিন বাহিনীর অভিবাদন গ্রহণের পর জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ সরকারের 'জন ভাগীদারি কর্মসূচি'-র সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন শ্রেণির মানুষকে স্বাধীনতা দিবসে এই আমন্ত্রণের সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই পতাকা উত্তোলনের মুহূর্তে সবাই যাতে অংশ নিতে পারে সেই লক্ষ্যেই বিভিন্ন পেশার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লির এক নার্সিং অফিসার অনিতা তোমার এপ্রসঙ্গে বলেন, "করোনাকালে আমাদের প্রচেষ্টাকে সম্মান জানিয়েছি সরকার। এতে কাজে আরও উৎসাহ পাব আমরা। প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।''
নার্স ছাড়াও বিভিন্ন পেশার সঙ্গে যুক্তদের এদিন আমন্ত্রণ জানানো হয়েছে। এই বছর দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গ্রামের পঞ্চায়েত প্রধান, শিক্ষক, নার্স, কৃষক, জেলে, শ্রমিক যারা নয়াদিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরিতে সহায়তা করেছিলেন, খাদি সেক্টরের কর্মীরা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্কুল শিক্ষক, সীমান্ত সড়ক সংস্থা কর্মী এবং যারা দেশের বিভিন্ন প্রান্তে অমৃত সরোবর প্রকল্প এবং হর ঘর জল যোজনা প্রকল্পের জন্য কাজ করেছেন তাদের সপরিবারে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্য়ুইট দেশের জনগণকে ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি ট্য়ুইট লিখেছেন, "ভারতের জাতীয় পতাকা স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের চেতনার প্রতীক ৷" সেই সঙ্গে, জনগণকে জাতীয় পতাকার সঙ্গে তাদের ছবি 'হর ঘর তিরাঙ্গা' ওয়েবসাইটে আপলোড করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেবেন মোদি, কোথায়-কখন দেখবেন লাইভ অনুষ্ঠান?