Adityanath on Rehabilitation: উত্তরপ্রদেশে ৬৩টি হিন্দু বাংলাদেশি উদ্বাস্তু পরিবারকে জমি-বাড়ি
Yogi on Rehabilitation: বাংলাদেশ থেকে বিতারিত হিন্দুদের পাশে দাঁড়াল ইউপির বিজেপি সরকার। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসেই ইউপিতে ৬৩টি হিন্দু বাংলাদেশি উদ্বাস্তু পরিবারকে চাষের জমি-বাড়ি দিলেন যোগী।
লখনউ: কথা দিয়ে কথা রাখলেন যোগী আদিত্যনাথ। বাংলাদেশ থেকে বিতারিত হিন্দুদের পাশে দাঁড়াল ইউপির বিজেপি সরকার। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসেই ইউপিতে ৬৩টি হিন্দু বাংলাদেশি উদ্বাস্তু পরিবারকে চাষের জমি-বাড়ি দিলেন যোগী।
Yogi Adityanath on Rehabilitation: সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লখনউতে বাংলাদেশ থেকে আসা ৬৩টি উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসনের জন্য 'মুখ্যমন্ত্রী আবাস যোজনা'-র অধীনে বাড়ির সরকারি কাগজপত্র ছাড়াও কৃষি জমি বিতরণ করেছেন যোগী আদিত্যনাথ। তবে এখানেই শেষ নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এবার জবরদখল করা জমি উদ্ধার করবে সরকার। এই ধরনের জমি উদ্ধার করে একটি 'ল্যান্ড ব্যাঙ্ক' তৈরি করা হবে। এই জমিগুলি স্কুল, শিল্প ও অন্যান্য ব্যবসার কাজে বা দুই দেশের হিন্দু উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য ব্যবহার করা হবে।
Yogi Aditanath: সম্প্রতি দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সরকারি কর্মীদের লাঞ্চ টাইম নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''আমার কাছে সরকারি কর্মীদের অতিরিক্ত লাঞ্চ টাইমের বিষয়ে অভিযোগ এসেছে। অনেকেই বলেছেন, সরকারি অফিসে অতিরিক্ত লাঞ্চ টাইমের কারণে অফিসের কাজে ক্ষতি হচ্ছে। এবার থেকে কোনও সরকারি কর্মী ৩০ মিনিটের বেশি মধ্যাহ্ণভোজের জন্য নিতে পারবেন না।'' এই বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের ব্যবস্থা নিতে বলেন যোগী আদিত্যনাথ।
UP New Rule: কীসের জন্য নতুন নির্দেশ ?
ইউপির বিভিন্ন সরকারি অফিসে কান পাতলে শোনা যাবে, প্রায়শই লাঞ্চ টাইমের নামে বেরিয়ে আর দেখা মেলে না সরকারি আধিকারিকদের। রাজ্য এই রোগ নতুন কিছু নয়। অতীতেও একই পরিস্থিতির শিকার হয়েছে উত্তরপ্রদেশবাসী। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে দেড়টায় লাঞ্চ ব্রেকের নামে বেরিয়ে ৩.৩০ বা ৪টেতে অফিসে ঢোকেন সরকারি কর্মীরা।এমনকী অনেক বড় সরকারি আধিকারিক লাঞ্চ টাইমে বাড়ি চলে যান। পরে চারটের সময় অফিসে ঢোকেন তাঁরা।
.আরও পড়ুন :Yogi curtails lunch break: লাঞ্চের সময় কমল সরকারি কর্মীদের , যোগীরাজ্যে নয়া নিদান