এক্সপ্লোর
Human Nature: সভ্যতার শুরু থেকে আজও হেরফের হয়নি, মানুষ কি স্বভাবগত ভাবেই সহিংস?
Human Psychology: নতুন কোনও আমদানি নয়। বরং সভ্য়তার সঙ্গে বরাবরই ওতপ্রোত ভাবে জড়িয়ে থেকেছে হিংসা। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

অপরাধের নিত্যনতুন ঘটনা সামনে আসতেই থাকে। যুদ্ধ, হানাহানি, খুন-খারাপি লেগেই রয়েছে। মুখে শান্তির কথা বললেও, বাস্তবে উল্টোপথেই হাঁটে সমাজ। তাই প্রশ্ন ওঠে মানুষ কি স্বভাবগত ভাবেই হিংস্র?
2/10

এ ব্যাপারে কী বলছে বিজ্ঞান? বিজ্ঞানীরা সভ্যতার ইতিহাস তুলে ধরেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাচীন মানব সভ্যতার আবির্ভাব ৩০০০-৪০০০ বছর আগে। এর পর ২৬৮ বছর একেবারে শান্তিপূর্ণ ভাবেই টিকেছিল মানব সভ্যতা।
3/10

কিন্তু ২০০৩ সালে Free Press-এর ‘What Every Person Should Know About War’ শীর্ষক যে পরিসংখ্যান প্রকাশ করে, সেই অনুযায়ী পৃথিবীতে ১০০ কোটি মানুষ শুধুমাত্র যুদ্ধের বলিই হয়েছেন।
4/10

তবে হিংস্রতা একেবারেই আধুনিক জীবনের অংশ নয় বলে মত বিজ্ঞানীদের। বরং স্বভাবগত ভাবেই মানুষ হিংস্র, শুধু পরিবেশ অনুযায়ী কখনও তার বহিঃপ্রকাশ ঘটে , কখনও ঘটে না বলে মত তাঁদের।
5/10

২০১৪ সালে Nature জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়, মানুষের আদিমতম পূর্বপুরুষের মধ্যে মারাত্মক সহিংসতা ছিল। ৮০ লক্ষ বছর আগে শিম্পাঞ্জিদের মধ্যেও হিংস্রতা ছিল। ক্রমে ক্রমে তার ধরন বদলেছে।
6/10

কলম্বিয়ার ইউনিভার্সিটি অফ মিসৌরির বিজ্ঞানী ডেভিড সি গিয়ারি বলেন, “মানব ইতিহাসের একটা বড় অংশের চালিকাশক্তি হল সহিংসতা।”
7/10

কিন্তু মানুষ হিংস্র হয়ে ওঠে কেন? বিজ্ঞানীদের মতে, হিংসাই হিংসার জন্ম দেয়। দীর্ঘ যুদ্ধ, সংঘাতের ইতিহাস থাকলে, সেই অঞ্চল প্রজন্মের পর প্রজন্ম ধরে হিংসা, সংঘাত চলতেই থাকে। সংক্রামক রোগের মতোই ছড়াতে থাকে হিংসা।
8/10

ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বাথের অধ্যাপক ব্র্যাড ইভান্সের মতে, উন্নত সমাজে বসবাসকারী মানুষ, শান্তিপূর্ণ পরিবেশে যাঁরা বেড়ে উঠেছেন, আইনের প্রতি এমনিতে অনুগত যাঁরা, তাঁরাও হিংস্র হতে পারেন। এর কোনও নির্দিষ্ট ফর্মুলা নেই বলে মত তাঁর।
9/10

আবার হিংসার রকমফেরও আছে বলে মত বিজ্ঞানীদের একাংশের। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক রিচার্ড ব়্যাংহ্যাম জানিয়েছেন, হিংসা দু’রকমের হয়- প্ররোচনামূলক হিংসা এবং প্রতিক্রিয়ামূলক হিংসা।
10/10

অন্যকে হেনস্থা করতে, লুঠতরাজ চালাতে আক্রমণকারীরা যখন ঝাঁপিয়ে পড়ে, তা হল প্ররোচনামূলক হিংসা। আর অন্যের হিংসার জবাব দিতে যখন কেউ হিংস্র হয়ে ওঠে, তাকে বলে প্রতিক্রিয়ামূলক হিংসা। তবে সমাজে হিংসার অস্তিত্ব যেমন বরাবর ছিল, পাশাপাশি শান্তিমূলক ভাবনাও বিরাজ করেছে।
Published at : 19 Jan 2025 08:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
