এক্সপ্লোর
লকডাউনের মধ্যেই ক্যানসারে আক্রান্ত ৮ বছরের শিশুর কাছে ওষুধ পৌঁছে দিল ভারতীয় ডাক
লকডাউনে ডাক বিভাগের সাহায্য নিতে হলে যোগাযোগ করুন ১৮০০-২৬৬-৬৮৬৮ নম্বরে।
উনা: দিল্লি থেকে হিমাচল প্রদেশের উনায় ওষুধ পৌঁছে দিল ভারতীয় ডাক বিভাগ। ৮ বছরের শালিনী পেল বাঁচার আশ্বাস। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়েছে।
হিমাচলের উনার বাসিন্দা ছোট্ট শালিনী ক্যানসারে ভুগছে। গতকাল তার ওষুধ ফুরিয়ে যাওয়ার কথা ছিল। লকডাউনের মধ্যে মেয়ের ওষুধ খুঁজে খুঁজে হয়রান হচ্ছিলেন তার বাবা মা। শেষমেষ তাঁর খবর পৌঁছয় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কাছে। তাঁর হস্তক্ষেপে লকডাউনের মধ্যেই শালিনীর কাছে তার ওষুধ পৌঁছে দেয় ডাক বিভাগ।
শালিনীর বাবা মা বুঝতে পেরেছিলেন, লকডাউনের কারণে মেয়ের ওষুধের কুরিয়ার ডেলিভারি আসবে না। অথচ ১৯ তারিখ ফুরিয়ে যাবে ওষুধ। তাঁরা দিল্লিতে এক বন্ধুর সাহায্য চান। সেই বন্ধুর পরিবার এ ব্যাপারে অনুরোধ জানায় কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। রবিশঙ্কর ডাক বিভাগকে নির্দেশ দেন, ১৯ তারিখের আগে যেভাবেই হোক, শালিনীর কাছে ওষুধ পৌঁছে দিতে। এ ব্যাপারে নিজেদের মধ্যে যোগাযোগ করে ডাক বিভাগের চারটি সার্কেল- দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও হিমাচল প্রদেশ। পঞ্জাব সার্কল একটি পোস্টাল মোটর ভ্যানেরও ব্যবস্থা করে। তাতে করেই ১৯ তারিখ সকালে শালিনীর হিমাচলের বাড়িতে পৌঁছে যায় ওষুধ ভর্তি বাক্স।
শালিনীর মা ভারতীয় ডাককে এ জন্য ধন্যবাদ জানিয়েছেন। ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন রবিশঙ্কর প্রসাদও।
Delight to hear that @IndiaPostOffice is living upto the expectations of our citizens when they need it the most. @Punitspeaks thanks for your efforts to help your friend’s family in Una and please convey my best wishes to the little girl for her good health and happy life. https://t.co/OSWXA6QJHm
— Ravi Shankar Prasad (@rsprasad) April 19, 2020
ওষুধ ছাড়াও লকডাউনের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কাছে টেস্টিং কিট ও পিপিই পৌঁছে দিচ্ছে ভারতীয় ডাক। লকডাউনে ডাক বিভাগের সাহায্য নিতে হলে যোগাযোগ করুন ১৮০০-২৬৬-৬৮৬৮ নম্বরে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement