![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ইজরায়েলের মাটিতে বিশেষভাবে সক্ষম তরুণীর কণ্ঠে বলিউডের গান, মুগ্ধ বিদেশমন্ত্রী
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই গানের ভিডিও।
![ইজরায়েলের মাটিতে বিশেষভাবে সক্ষম তরুণীর কণ্ঠে বলিউডের গান, মুগ্ধ বিদেশমন্ত্রী A visually impaired Indian-Jewish girl welcomed the MEA S Jaishanakar & sang hit songs from Bollywood movies ইজরায়েলের মাটিতে বিশেষভাবে সক্ষম তরুণীর কণ্ঠে বলিউডের গান, মুগ্ধ বিদেশমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/19/64b9476f8377914a48ee6f1421328f7d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ইজরায়েলের মাটিতে দেশের গান। আর তা শুনে মুগ্ধ খোদ বিদেশমন্ত্রী। ভারতীয়-ইহুদি বংশোদ্ভূত বিশেষভাবে সক্ষম এক তরুণী কণ্ঠে উঠে এল জনপ্রিয় বলিউড সিনেমার গান। সেই গান শুনে কার্যত অবাক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই গানের ভিডিও।
দেখুন ভিডিও:
দিন দুয়েক আগ তিন দিনের ইজরায়েল সফরে গিয়েছেন এস জয়শঙ্কর। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে স্বাগত জানাতে ইজরায়েলের সালভা ন্যাশনাল সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বিশেষভাবে সক্ষম ওই তরুণীর কণ্ঠে বলিউডের বিখ্যাত ছবি কল হো না হো-র টাইটেল ট্র্যাক শোনা। "হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দেহি...'' "তুম পাস আয়ে ইুউ মুসকুরায়ে'' তরুণীর কণ্ঠে একাধিক গান শুনে আবেগতাড়িত হয়ে পড়েন বিদেশমন্ত্রী। শুধু তিনিই নন, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়শঙ্করের প্রতিনিধি দলও। বিদেশভূমি বলিউডের গান শুনে মুগ্ধ তাঁরাও। গান শেষে হাততালি দিয়ে ওই তরুণীকে উজ্জিবিত করেন সবাই।
আরও পড়ুন: বাচ্চারা খারাপ ব্যবহার করলে চরম শাস্তি পাবে মা-বাবা, নয়া আইন আনতে চলেছে এই দেশ
আরও পড়ুন: Kerala Flood: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, লকগেট খুলে দেওয়ায় আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা
বিশেষভাবে সক্ষমদের জন্য এই কেন্দ্র তৈরি করা হয় ইজরায়েলে। যার উদ্দেশ্য সমাজের সঙ্গে যাতে সবাই তাল মিলিয়ে চলতে পারেন, তার পথ প্রশস্ত করা। ২০০৭ সালে মণিপুর থেকে ডিনা সামতে নামের ওই তরুণী ইজরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। ২০১৭ সালে জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলে যান। এই সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশল-সঙ্গীর সম্পর্কে রূপান্তরিত হয়।
আরও পড়ুন: আদালতে খুন আইনজীবী , পুরনো শত্রুতার জেরে খুনের অভিযোগে গ্রেফতার আরেক আইনজীবী
আরও পড়ুন: Bangladesh : বাংলাদেশে ৯ বছরে ৩৭২১টি বাড়ি-ধর্মীয়স্থানে ভাঙচুর ! বলছে রিপোর্ট
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)