বাচ্চারা খারাপ ব্যবহার করলে চরম শাস্তি পাবে মা-বাবা, নয়া আইন আনতে চলেছে এই দেশ
শিশুদের মধ্যে খুব খারাপ বা অপরাধমূলক আচরণ দেখতে পেলে অভিভাবকদের শাস্তির মুখে পড়তে হবে।
নয়া দিল্লি: বাচ্চারা খারাপ ব্যবহার করলে তার শাস্তি পেতে হবে অভিভাবকদের, এমনই আইন আনতে চলেছে চিন। জানান হয়েছে যে ছোট বাচ্চারা যদি "খুব খারাপ আচরণ" করে বা অপরাধ করে তাহলে অভিভাবকরাই শাস্তি পেতে চলেছেন এই ঘটনার, চিনের সংসদে এই আইন আসতে চলেছে।
পারিবারিক শিক্ষা প্রচার আইনের খসড়ায় এই আইন আসতে চলেছে বলে খবর। শিশুদের মধ্যে খুব খারাপ বা অপরাধমূলক আচরণ দেখতে পেলে অভিভাবকদের শাস্তির মুখে পড়তে হবে। পারিবারিক শিক্ষা নির্দেশিকা কর্মসূচির মধ্য দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানান হয়েছে। ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) অধীনে লেজিসলেটিভ অ্যাফেয়ার্স কমিশনের মুখপাত্র জ্যাং টিওয়েই বলেন, " শিশু কিংবা কিশোর-কিশোরীদের দুর্ব্যবহারের অনেক কারণ রয়েছে। এর মধ্যে পারিবারিক শিক্ষার অভাবই এর প্রধান কারণ।"
এই সপ্তাহের এনপিসি স্থায়ী কমিটির অধিবেশনে খসড়ায় পারিবারিক শিক্ষা প্রচার আইনের পর্যালোচনা করা হবে, এছাড়াও অভিভাবকদের তাদের সন্তানদের বিশ্রাম, খেলাধুলা এবং ব্যায়াম করার জন্য সময়ের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। তরুণদের নেট আসক্তি মোকাবিলা থেকে শুরু করে অনলাইন গেমস, ইন্টারনেট সেলিব্রিটিদের "অন্ধ"ভাবে ফলো করা বন্ধ জন্য বেজিং এই বছর আরও দৃঢ় শক্ত আইন আনার ব্যবস্থা করছে।
সাম্প্রতিক মাসগুলোতে, শিক্ষা মন্ত্রক দেশের অপ্রাপ্তবয়স্কদের জন্য গেমিংয়ের সময় সীমিত করে দেওয়ার চিন্তাভাবনা করেছে বলে খবর। তাদের শুধুমাত্র শুক্রবার, শনিবার এবং রবিবার এক ঘন্টার জন্য অনলাইন গেম খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।
শিক্ষামন্ত্রক শিশুদের হোমওয়ার্ক দেওয়ার নিয়মও বন্ধ করে দিয়েছে। সপ্তাহান্তে এবং ছুটির দিনগুলিতে প্রধান বিষয়ের জন্য স্কুল-পরবর্তী শিক্ষাদান নিষিদ্ধ করেছে। শিশুদের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে। পাশাপাশি চিনা তরুণদের ও চিনা পুরুষদেরকে কম "মেয়েলি" এবং আরও "ম্যানলি" হওয়ার আহ্বান জানান হচ্ছে।