Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'
Aadhaar Card Update: নতুন নিয়ম অনুসারে কোনও ব্যক্তি আধার কার্ড আপডেট করলে তার বাবা বা স্বামীর পরিচয় প্রকাশ্যে আনা হবে না। এবার থেকে কার্ড আর সম্পর্ক বলে দিতে পারবে না।
নয়াদিল্লি: বাবা, স্বামীর নামের পরিবর্তে আধার কার্ডে(Aadhaar Card) লেখা থাকবে 'কেয়ার অফ'। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধার কর্তৃপক্ষের দাবি, কোনও সম্পর্ক স্থির করা কার্ডের কাজ নয়। তাই পুরোনো নিয়ম থেকে সরে এসেছে তারা।
নতুন নিয়ম অনুসারে কোনও ব্যক্তি আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করলে তার বাবা বা স্বামীর পরিচয় প্রকাশ্যে আনা হবে না। এবার থেকে কার্ড আর সম্পর্ক বলে দিতে পারবে না। এখন থেকে আধার কার্ড কেবল আপনার পরিচয়পত্র হিসাবেই কাজ করবে। আগে যেখানে আপনার সঙ্গে বাবা বা স্বামীর নাম লেখা থাকত, সেখানে 'কেয়ার অফ' লিখবে কর্তৃপক্ষ।
সম্প্রতি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন এক ব্যক্তি। যেখানে বাবার সঙ্গে সম্পর্কের পরিবর্তে 'কেয়ার অফ' দেখতে পান তিনি। প্রথমে বিষয়টিকে হাল্কাভাবেই নেন ওই ব্যক্তি। ভাবেন, কার্ডে কোনও ধরনের ভুল হয়েছে। পরে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আসল বিষয় জানতে পারেন তিনি। যেখানে তাঁকে বলা হয়, এবার থেকে কার্ডে এরকমই লেখা থাকবে।
এ প্রসঙ্গে CSC Authorized for Aadhar Update-এর ম্যানেজিং ডিরেক্টর দীনেশ ত্যাগী জানান, এবার থেকে বাবা, ছেলে, মেয়ে সবার জায়গায় 'কেয়ার অফ' লেখা থাকবে। কেবল নাম আর ঠিকানা দিয়েই আধার কার্ড আপডেট করা যাবে। মনে করা হচ্ছে, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের এক রায়ের ভিত্তিতেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আধার অথরিটি। যেখানে আধার কার্ডে প্রাইভেসির কথা উল্লেখ করে শীর্ষ আদালত। তবে ঠিক কবে এই আধার কার্ডে এই পরিবর্তন করা হয়েছে তা জানায়নি UIDAI কর্তৃপক্ষ।
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।