(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhaar Card Update: আধার কার্ডে কত বার বদলাতে পারবেন নাম-ঠিকানা, জানেন কি আপডেট ?
Aadhaar Card Update: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)-র নিয়ম বলছে, বার বার কার্ডের নাম, ঠিকানা, জন্মের তারিখ ঠিক করা যাবে না।এই ক্ষে্ত্রে রয়েছে নির্দিষ্ট নিয়ম।
নয়াদিল্লি: ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। আপনার পরিচিতির পাশাপাশি আর্থিক সঞ্চয়ের সঙ্গে যুক্ত এই কার্ড। কার্ডের সামান্য ভুল সমস্যায় ফেলতে পারে আপনাকে। তাই কার্ডের নাম, ঠিকানা বা ফোন নম্বরে ভুল থাকলে শীঘ্রই ঠিক করুন। জেনে নিন ঠিক কতবার এই ভুল শোধরাতে পারবেন আপনি।
Aadhaar Card Update: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)-র নিয়ম বলছে, বার বার কার্ডের নাম, ঠিকানা, ফোন নম্বর বা জন্মের তারিখ ঠিক করা যাবে না। অনলাইনে বা কাছের আধার কেন্দ্র গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভুল ঠিক করতে হবে আধার কার্ড হোল্ডারকে।
Aadhaar Card Update: কত বার শোধরানো যাব ভুল ?
১ UIDAI-এর নিয়ম অনুসারে কেবল ২ বার আধার কার্ডে নাম শোধরাতে পারবেন গ্রাহক। এর বেশি সুযোগ পাবেন না তিনি।
২ নিয়ম বলছে, জন্মের তারিখ পরিবর্তনের জন্য কার্ড ইস্যু হওয়ার তিন বছরের মধ্যে এই কাজ করতে হবে। অন্যথায় আর এই সুযোগ পাবেন না আধার কার্ড হোল্ডার।
৩ আধার কার্ডে ঠিকানা ঠিক করার কেবল একবারই সুযোগ পাবেন গ্রাহক।
৪ ঠিকানার মতোই কেবল একবার আধার কার্ডে 'জেন্ডার কলাম' ঠিক করতে পারবেন গ্রাহক।এর বাইরে আপনি আধার কার্ডে মোবাইল নম্বর বদলাতে গেলে আধার কেন্দ্রে যেতে হবে আপনাকে।সেই ক্ষেত্রে মোবাইল নম্বর বদলাতে চার্জ নেবে কর্তৃপক্ষ। এই বিষয়ে বিশদে জানতে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে গ্রাহককে।
এখন Self-Service Update Portal-এর মাধ্যমেই এখন থেকে আধারে বদলানো যাবে নিজের নাম। এবার থেকে আধার কার্ড হোল্ডারদের সেই সময় বাঁচাতে নতুন সুবিধা দিচ্ছে UIDAI। https://ssup.uidai.gov.in/ssup/ এই লিঙ্কের মাধ্যমে নাম বদলের কথা বলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
আরও পড়ুন : Aadhaar Card Update: জাল বিছিয়েছে প্রতারকরা ! কীভাবে গোপন করবেন নিজের আধার আইডি ?
আরও পড়ুন : Aadhaar Update: বদলে গেল নিয়ম, আধার কার্ডে নিজেই করতে পারবেন এই কাজ