Aadhaar Update: বদলে গেল নিয়ম, আধার কার্ডে নিজেই করতে পারবেন এই কাজ
Aadhaar Online Service: ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। আধারে নিজের নামে কোনও সমস্যা থাকলে বদলে দিতে পারবেন সেই ত্রুটি।
নয়াদিল্লি: এবার থেকে আর অন্যের ওপর ভরসা করতে হবে না। নেই আধার কার্ড (Aadhaar card) সেন্টারে যাওয়ার ঝক্কি। আধারে নিজের নামে কোনও সমস্যা থাকলে বদলে দিতে পারবেন সেই ত্রুটি। সম্প্রতি আধার কার্ড হোল্ডারদের জন্য এই সুবিধা করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। আপনার পরিচিতির পাশাপাশি আর্থিক সঞ্চয়ের সঙ্গে যুক্ত এই কার্ড। অনেক সময় আধার কার্ডে নিজের নামের বানান বদলের জন্য ছুটতে হয় আধার পরিষেবা কেন্দ্রে। এবার থেকে আধার কার্ড হোল্ডারদের সেই সময় বাঁচাতে নতুন সুবিধা দিচ্ছে UIDAI। Self-Service Update Portal-এর মাধ্যমেই এখন থেকে আধারে বদলানো যাবে নিজের নাম।
সম্প্রতি এই বিষয়ে ট্যুইট করেছে আধার কর্তৃপক্ষ। https://ssup.uidai.gov.in/ssup/ এই লিঙ্কের মাধ্যমে নাম বদলের কথা বলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। দেখে নিন সেলফ সার্ভিস আপডেট পোর্টালে কী কী সুবিধা পাবেন গ্রাহক।
১ ফোনেটিক্যালি এক হলেও বানানের ভুল ঠিক করতে পারবেন আধার কার্ড হোল্ডার।
২ সিকোয়েন্স বা পর্যায় বদল করতে পারবেন গ্রাহক।
৩ নামের শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম বদলানো যাবে।
৪ বিয়ের পর বদলানো যাবে নাম।
কত চার্জ কাটবে পোর্টাল ?
আধার কার্ডে (Aadhaar card)নিজেই নিজের নাম বদলের সুবিধা পেতে কার্ড হোল্ডারকে ৫০ টাকা পরিষেবা মূল্য দিতে হবে। সেলফ সার্ভিস আপডেট পোর্টালে নাম পরিবর্তন করতে গ্রাহককে প্রথমে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। সেখানে গ্রাহকের বিষয়ে যাচাইয়ের পর ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP আসবে। তবেই কাজ এগোতে পারবেন আপনি। কার্ড হোল্ডারকে মনে রাখতে হবে, নামের প্রতিবার পরিবর্তনের জন্য ৫০ টাকা চার্জ নেবে আধার কর্তৃপক্ষ।
তবে শুধু নাম পরিবর্তনই নয়, এই পোর্টালে জন্মের তারিখ, জেন্ডার ক্যাটিগরি ও ঠিকানাও বদলাতে পারবেন গ্রাহক। তবে নাম বা অন্য কিছুর পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহককে প্রামাণ্য নথির রঙিন কপির স্ক্যান ডকুমেন্ট জমা দিতে হবে।
আরও পড়ুন : Aadhaar Card Update: জাল বিছিয়েছে প্রতারকরা ! কীভাবে গোপন করবেন নিজের আধার আইডি ?
আরও পড়ুন : UIDAI's Aadhaar Update:: এখনই সতর্ক হোন ! আধার কার্ড না থাকলে পাবেন না এই পরিষেবাগুলি
আরও পড়ুন : Aadhaar Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড, জেনে নিন এই পদ্ধতি
আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'
Education Loan Information:
Calculate Education Loan EMI