এক্সপ্লোর
চণ্ডীগড়ে এটিএম প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ২ রোমানিয়ান
চণ্ডীগড়: চণ্ডীগড়ে এটিএম প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নয়াদিল্লির বসন্তকুঞ্জ অঞ্চল থেকে গ্রেফতার করা হল রোমানিয়ার দুই নাগরিককে। তাদের নাম মিচলিয়া লেচিয়ান লোনাট ও পারাসচিভ জর্জ অ্যালেটান্ড্রু। তারা একটি হোটেলে ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বহু মানুষ এটিএম প্রতারণার অভিযোগ দায়ের করায় চণ্ডীগড় পুলিশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করে। এ মাসের ৪ তারিখ চণ্ডীগড়ের সেক্টর ১৭-র একটি এটিএম থেকে স্কিমার ও স্পাই-ক্যামেরা উদ্ধার করেন ব্যাঙ্কের আধিকারিকরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দু’জন এটিএমে ঢুকে ওই যন্ত্রগুলি লাগিয়েছে। মণিমাজরা অঞ্চলের একটি এটিএম থেকেও স্কিমার ও স্পাই-ক্যামেরা উদ্ধার হয়। তদন্তকারীরা এই অপরাধে বিদেশি-যোগের সন্দেহ করেন। তাঁরা সম্প্রতি চণ্ডীগড়ে যাওয়া বিদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। জানা যায়, স্থানীয় একটি হোটেলে ছিল দুই রোমানিয়ান। তাদের খোঁজ শুরু হয়। শেষপর্যন্ত ধরা পড়ল ওই দুই রোমানিয়ান।
জেরার মুখে ধৃতরা জানিয়েছে, এটিএম-গুলিতে স্কিমার ও স্পাই-ক্যামেরা লাগানোর উদ্দেশ্যে তারা এ মাসের ২ তারিখ চণ্ডীগড়ে যায়। এটিএম ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে তারা ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নিত এবং অনলাইনে কেনা-কাটা করত। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য তারা টুপি, চশমা ও পরচুলা পরে থাকত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement