এক্সপ্লোর
Advertisement
আজবকাণ্ড! বিশাল লম্বা পাম গাছে উঠে ওপরের অংশ কাটছিলেন এক ব্যক্তি...তারপর যা হল.. ভিডিও ভাইরাল
এবার এমনই একটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এক্ষেত্রে অবশ্য যে ডালে এক ব্যক্তি বসেছিলেন, সেই ডাল নয়, বরং তার ওপরের অংশ কাটলেন। কিন্তু এ ক্ষেত্রেও ঝুঁকিটা একেবারেই কম ছিল না।
কলকাতা: ‘ গাছের যে ডালে বসে, সেই ডাল কাটা’-বোকামি বোঝাতেই এই বাক্যের প্রয়োগ হয়ে থাকে। আর এর সঙ্গে জড়িত রয়েছে মহাকবি কালিদাসকে নিয়ে একটি উপকাহিনী। এবার এমনই একটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এক্ষেত্রে অবশ্য যে ডালে এক ব্যক্তি বসেছিলেন, সেই ডাল নয়, বরং তার ওপরের অংশ কাটলেন। কিন্তু এ ক্ষেত্রেও ঝুঁকিটা একেবারেই কম ছিল না। লম্বা একটা পাম গাছে চড়ে গাছের মাথা করাত দিয়ে কাটছেন ওই ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, লম্বা পাম গাছের একেবারে ডগায় উঠে তার ওপরের অংশটি করাত দিয়ে কাটছেন ওই ব্যক্তি। মানুষের ভারে গাছটি ঝুঁকে পড়েছে। দুলছে। এরপর পাতা সহ ওপরের অংশ কেটে নিচে পড়ে যেতেই গাছের কাণ্ড ওপরে ওঠে গিয়ে দুলতে শুরু করে। ওই ব্যক্তিকে শক্ত করে গাছটি জড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় প্রাণের ঝুঁকি বেশ প্রবল ছিল। কিন্তু কী কারণে ওই ব্যক্তি এতটা ঝুঁকি নিলেন তা জানা যায়নি।
ভিডিওটি শেয়ার করেছেন আমেরিকার বাস্কেটবলার রেক্স চ্যাপম্যান। ক্যাপশনে তিনি প্রশ্ন তুলেছেন, কাউকে এভাবে লম্বা একটা পাম গাছ কাটতে দেখেছেন?
৩৪ সেকেন্ডের এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে অনেকে মজা পেলেও অনেকেই ওই ব্যক্তির কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।
আবার কেউ কেউ জানিয়েছেন, গোড়া থেকে কাটলে তা সংলগ্ন ঘরবাড়ি ও বিদ্যুতের লাইনে পড়ার আশঙ্কা ছিল। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে যেতে পারত।
অন্য একজন ইউজার লিখেছেন, লস অ্যাঞ্জেলেসের সর্বত্র এই গাছ রয়েছে। আর এই গাছগুলির চারদিকে রয়েছে ঘরবাড়ি। অনেক সময় গাছের ওপরের অংশ পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। মৃত্যুও হয়। সেই আশঙ্কা এড়াতেই এভাবে গাছের ওপরের অংশ এভাবে কাটতে হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement