ABP C-Voter Survey For Goa: বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন, সাফল্য পাবে তৃণমূল?
ABP C-Voter Survey Assembly Election 2022: বঙ্গ জয়ের হ্যাটট্রিকের পর সম্প্রতি গোয়াতেও রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল। লুইজিনহো ফালেইরো কি পারবেন তৃণমূলকে সাফল্য এনে দিতে?
পানাজি: বছর ঘুরলেই যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, তার মধ্যে রয়েছে পশ্চিমে আরব সাগরের উপকূলবর্তী রাজ্য গোয়াও। বঙ্গ জয়ের হ্যাটট্রিকের পর সম্প্রতি গোয়াতেও রাজনৈতিক তত্পরতা বাড়িয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু গোয়ার মানুষ কী বলছেন? গোয়ানিজরা কাকে চাইছেন? কাকেই বা চাইছেন না তাঁরা! তা নিয়ে সমীক্ষা চালিয়েছে সি ভোটার।
গোয়ায় মোট বিধানসভা আসন ৪০টি। ম্যাজিক ফিগার ২১। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, গোয়ায় ১৯ থেকে ২৩টি আসন পেয়ে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। কংগ্রেস গোয়ায় পেতে পারে ২ থেকে ৬টি আসন। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গোয়ায় ৩ থেকে ৭টি আসন পেতে পারে। ৮ থেকে ১২টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।
ভোট শতাংশের হিসেবে দেখলে, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি গোয়ায় প্রায় ৩৬ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে প্রায় ১৯ শতাংশ ভোট। আম আদমি পার্টি পেতে ২৩ শতাংশ ভোট। অন্যান্য দলগুলির ঝুলিতে যেতে পারে ২২ শতাংশ ভোট।
সম্প্রতি গোয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনেছে তৃণমূল কংগ্রেস। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফরে গেছেন। এখন প্রশ্ন হল, লুইজিনহো ফালেইরো কি পারবেন গোয়ায় তৃণমূলকে এবার সাফল্য এনে দিতে?
সি ভোটারের সমীক্ষা বলছে, গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ন্তকে ফের মুখ্যমন্ত্রী দেখতে চান প্রায় ৩০ শতাংশ ভোটার। আম আদমি পার্টি এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করলেও, তাঁদের তরফে কাউকে গোয়ার মুখ্যমন্ত্রী দেখতে চান ১৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বিজেপিরই বিশ্বজিৎ রাণে। ১৫ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেসের দিগম্বর কামথ। ৭ শতাংশ। অষ্টম স্থানে রয়েছেন তৃণমূলের লুইজিনহো ফালেইরো। তাঁকে গোয়ার মুখ্যমন্ত্রী পদে দেখতে চান ৩ শতাংশ ভোটার।
৯ অক্টোবর থেকে ১১ নভেম্বরের মধ্যে পাঁচ রাজ্যের ১ লক্ষ ৭ হাজারের বেশি ভোটারের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় নেওয়া হয়েছে CATI পদ্ধতির সাহায্য। মার্জিন অফ এরর প্লাস মাইনাস তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ।