অ্যারে কলোনিতে গাছ কেটে মেট্রো প্রকল্পের সমর্থনে ট্যুইট, অমিতাভের বাড়ির সামনে বিক্ষোভ
গত ২৯ অগাস্ট বৃহন্মুম্বই পুরসভা অ্যারেতে মেট্রো ৩ লাইনের প্রস্তাবিত কারশেডের জন্য ২,৬০০ গাছ কাটার বিষয়ে অনুমোদন দেয়। এরপর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ।
T 3290 - Friend of mine had a medical emergency, decided to take METRO instead of his car .. came back very impressed .. said was faster, convenient and most efficient .. 👍
Solution for Pollution ..
Grow more trees .. I did in my garden .. have you ❤️
— Amitabh Bachchan (@SrBachchan) September 17, 2019
গত ২৯ অগাস্ট বৃহন্মুম্বই পুরসভা অ্যারেতে মেট্রো ৩ লাইনের প্রস্তাবিত কারশেডের জন্য ২,৬০০ গাছ কাটার বিষয়ে অনুমোদন দেয়। এরপর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাই গাছ কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব। তবে অমিতাভের দাবি, দূষণ ঠেকানোর উপায় হল গাছ লাগানো। তিনি নিজের বাগানে গাছ লাগান বলে জানিয়ে অন্যদেরও গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। পরিবেশ আন্দোলনকারী জোরু ভাঠেনা পাল্টা কটাক্ষ করেছেন অমিতাভকে।
Okay. But, sir also note planting plants in gardens, streets, pots etc. is only small way to stop pollution. Important is to leave forests untouched. Kindly write about that too, and advice people in power since your voice has weight.
— Sonia Minocha (@SoniaMinochka) September 17, 2019
Dear @SrBachchan
Would request you to leave the protection of your Garden & join our friends waiting for u outside
Sir, let us take you for a visit to Aarey
It will change your perception Sir.
When will you join us Sir
Aarey is waiting🙏🏻#SaveAareyForest#SaveAareySaveMumbai pic.twitter.com/kWUbe25xxt
— Zoru Bhathena (@zoru75) September 18, 2019