এক্সপ্লোর
যৌন হেনস্থার অভিযোগ: আকবর নিজের অবস্থান জানিয়েছেন, বলল বিজেপি
নয়াদিল্লি: এম জে আকবরের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়ে বিজেপি বলল, উনি এ নিয়ে ওনার বক্তব্য জানিয়েছেন। দল তাঁর সঙ্গে সহমত বা ভিন্নমত পোষণ করে কিনা, প্রশ্নটা আদৌ তা নয়।
বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমা রাওকে প্রশ্ন করা হয়, বেশ কয়েকজন মহিলার তোলা যৌন হেনস্থার অভিযোগ সম্পর্কে আকবরের বিবৃতির বক্তব্যের সঙ্গে শাসক দল কি একমত। রাও বলেন, উনি ওনার অবস্থান জানিয়েছেন। এটা একমত হওয়া না হওয়ার ব্যাপারই নয়।
বিদেশ প্রতিমন্ত্রী রবিবার বিদেশ সফর থেকে ভারতে ফিরেই কর্মজীবনে একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ ‘মিথ্যা, সাজানো, প্রবল অস্বস্তিকর’ বলে প্রত্যাখ্যান করে অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে মন্ত্রিত্ব থেকে আকবরের ইস্তফার দাবি ক্রমশ জোরদার হলেও বিজেপি নেতা ও মুখপাত্ররা এপর্যন্ত পরিকল্পনামাফিক নীরবতাই পালন করে এসেছেন। তার মধ্যেই অবশ্য কয়েকজন মহিলা কেন্দ্রীয় মন্ত্রী #মি টু প্রচারে সম্মতি জানিয়েছেন, যার মাধ্যমে নানা পেশার মহিলারা অতীতে তাঁদের ওপর পুরুষ সহকর্মী বা ঊর্ধ্বতন পদাধিকারীদের যৌন হেনস্থার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement